সেমি ফাইনালের টিকিট কী পাকা হয়ে গেল ভারতের, না এখনও পথে রয়েছে কাঁটা

Last Updated:

টি-২০ বিশ্বাকাপে বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ। ৫ রানে জিতল টিম ইন্ডিয়া। সেমি ফাইনালের আরও কাছে ভারত। দেখে নিন টিম দুইয়ের পয়েন্ট টেবিল।

#অ্যাডিলেড: টি-২০ বিশ্বকাপে সেমি ফাইনালে উঠতে বাংলাদেশের বিরুদ্ধে জয় দরকার ছিল টিম ইন্ডিয়ার। বৃষ্টি বিঘ্নিত রুদ্ধশ্বাস ম্যাচে ৫ রানে জয় পেয়ে স্বস্তিতে ভারত। তবে কী এই জয় নিশ্চিৎ করে দিল ভারতের শেষ চারের টিকিট। না এখনও পথে রয়েছে কোন কাঁটা। এখনও কী স্বপ্নভঙ্গ হওয়ার সম্ভাবনা রয়েছে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। এক ঝলকে দেখে নেওয়া যাক কী অবস্থা রয়েছে টিম দুইয়ের গ্রুপ টেবিল।
৪ ম্যাচে ৩টি জয় ৬ পয়েন্ট নিয়ে শীর্ষ রয়েছে ভারত। নেট রানরেট ০.৭৩০। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৩ ম্যাচে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। প্রোটিয়াদের নেট রানরেট ২.৭৭২। তালিকায় তৃতীয় স্থানে থাকল বাংলাদেশ। চার ম্যাচে তাদের পয়েন্ট ৪। নেট রানরেট -১.২৭৬। পয়েন্ট তালিকায় চার নম্বরে জিম্বাবোয়ে। চার ম্যাচে জিম্বাবোয়ের পয়েন্ট ৩। নেট রানরেট -০.৩১৩। তিন ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে পাকিস্তান। বাবর আজমদের নেট রানরেট ০.৭৬৫। চার ম্যাচে মাত্র ২ পয়েন্ট ১.২৩৩ নেট রানরেট নিয়ে একেবারে শেষে নেদারল্যান্ডস।
advertisement
advertisement
অঙ্কের হিসেবে বলছে এখনও ভারতীয় দলের সেমি ফাইনালের টিকিট পাকা নয়। কারণ শেষ ম্যাচে কোনওভাবে জিম্বাবোয়ের বিরুদ্ধে যদি পয়েন্ট নষ্ট করে ভারত তাহলে সমস্যায় পড়তে হবে। সেক্ষেত্রে অন্যান্যদের সুযোগ তৈরিহবে। তবে এই গ্রুপের দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান ও বাংলােদশ বনাম পাকিস্তান ম্যাচ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে কোনও অঙ্কের দিকে না গিয়ে ভারতের সেমি ফাইনালে ওঠার সবথেকে সোজা ও সহজ উপায় শেষ ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সেমি ফাইনালের টিকিট কী পাকা হয়ে গেল ভারতের, না এখনও পথে রয়েছে কাঁটা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement