কোন ওভারে ম্যাচ হাত ছাড়া হল বাংলাদেশের, অধরা থেকে গেল টি-২০ বিশ্বকাপে ভারতকে হারানোর স্বপ্ন

Last Updated:

টি-২০ বিশ্বাকাপে বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ। ৫ রানে জিতল টিম ইন্ডিয়া। সেমি ফাইনালের আরও কাছে ভারত।

#অ্যাডিলেড: বৃষ্টি বিঘ্নিত রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। এই জয়ের ফলে টি-২০ বিশ্বকাপের শেষ চারের দোরগোরায় পৌছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশের বিরুদ্ধে এই জয় একেবারেই সহজে আসেনি। ম্যাচে একাধিক টার্নিং পয়েন্ট রয়েছে যা ভারতের জয়ের পথ সুগম করেছে। তার মধ্যে কেএল রাহুল, বিরাট কোহলির ইনিংস, লিটন দাসকে করা রাহুলের রান আউট যেমন অন্যতম, সবথেকে উল্লেখযোগ্য হল অর্শদীপের সিংয়ের ১২ তম ওভারে দুরন্ত বোলিং।
ভারতীয় তরুণ পেসারের এই একটি ওভারই বাংলাদেশের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয়। কারণ সেই সময়ও শাকিব আল হাসান, আফিফ হোসেনরা ক্রিজে ছিলেন। তাদের ম্যাচ বার করে নেওয়ার ক্ষমতা ছিল। সেই সময় একটি বাজে ওভার ভারতকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারত। কিন্তু রোহিত শর্মা ভরসা দেখান অর্শদীপ সিংয়ের উপর।
অর্শদীপ সিং- টি-২০ বিষশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন বাঁ হাতি মিডিয়াম পেসার অর্শদীপ সিং। ৩ ম্যাচে নিয়েছে ৭ উইকেট। সেই ফর্ম ধরে রাখাই লক্ষ্য পঞ্জাব দ্যা পুত্তরের।
advertisement
advertisement
ওভারের প্রথম বলেই আফিফ হোসেনকে আউট করেন আরশদীপ। ওভারের পরের তিন বলে মাত্র এক রান দেন বাঁ হাতি মিডিয়াম পেসার। পঞ্চম বলে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানকে আউট করেন। ওভারের শেষ বলে মাত্র এক রান নিতে পারেন নুরুল হাসান। ওভারে দুই রান দিয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন অর্শদীপ। এছাড়া শেষ ওভারে বল করে ভারতকে ৫ রানে জয় এনে দেন।
advertisement
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাটে করে ২০ ওভারে ১৮৪ রান করে ভারত। বিরাটক কোহলি করেন ৬৪ রান ও কেএ রাহুল করেন ৫০ রান। রান তাড়া করচে নেমে দুরন্ত শুরু করে বাংলাদেশ। ৭ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের যখন ৬৬ রান তখন বৃষ্টি নামে। ডিএলএস নিয়মে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১৫১। বৃষ্টি থামার পর দুরন্ত কামব্যাক করে ভারত। শেষ পর্যন্ত ১৬ ওভারে ৬ উইকেটে ১৪৫ করে বাংলাদেশ। ৫ রানে ম্যাচ জেতে ভারত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
কোন ওভারে ম্যাচ হাত ছাড়া হল বাংলাদেশের, অধরা থেকে গেল টি-২০ বিশ্বকাপে ভারতকে হারানোর স্বপ্ন
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement