কোন ওভারে ম্যাচ হাত ছাড়া হল বাংলাদেশের, অধরা থেকে গেল টি-২০ বিশ্বকাপে ভারতকে হারানোর স্বপ্ন
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
টি-২০ বিশ্বাকাপে বাংলাদেশের বিরুদ্ধে রুদ্ধশ্বাস জয় পেল বাংলাদেশ। ৫ রানে জিতল টিম ইন্ডিয়া। সেমি ফাইনালের আরও কাছে ভারত।
#অ্যাডিলেড: বৃষ্টি বিঘ্নিত রুদ্ধশ্বাস ম্যাচে বাংলাদেশকে ৫ রানে হারিয়ে দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল। এই জয়ের ফলে টি-২০ বিশ্বকাপের শেষ চারের দোরগোরায় পৌছে গিয়েছে টিম ইন্ডিয়া। তবে বাংলাদেশের বিরুদ্ধে এই জয় একেবারেই সহজে আসেনি। ম্যাচে একাধিক টার্নিং পয়েন্ট রয়েছে যা ভারতের জয়ের পথ সুগম করেছে। তার মধ্যে কেএল রাহুল, বিরাট কোহলির ইনিংস, লিটন দাসকে করা রাহুলের রান আউট যেমন অন্যতম, সবথেকে উল্লেখযোগ্য হল অর্শদীপের সিংয়ের ১২ তম ওভারে দুরন্ত বোলিং।
ভারতীয় তরুণ পেসারের এই একটি ওভারই বাংলাদেশের হাত থেকে ম্যাচ ছিনিয়ে নেয়। কারণ সেই সময়ও শাকিব আল হাসান, আফিফ হোসেনরা ক্রিজে ছিলেন। তাদের ম্যাচ বার করে নেওয়ার ক্ষমতা ছিল। সেই সময় একটি বাজে ওভার ভারতকে ম্যাচ থেকে ছিটকে দিতে পারত। কিন্তু রোহিত শর্মা ভরসা দেখান অর্শদীপ সিংয়ের উপর।

advertisement
advertisement
ওভারের প্রথম বলেই আফিফ হোসেনকে আউট করেন আরশদীপ। ওভারের পরের তিন বলে মাত্র এক রান দেন বাঁ হাতি মিডিয়াম পেসার। পঞ্চম বলে বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসানকে আউট করেন। ওভারের শেষ বলে মাত্র এক রান নিতে পারেন নুরুল হাসান। ওভারে দুই রান দিয়ে গুরুত্বপূর্ণ দুটি উইকেট নেন অর্শদীপ। এছাড়া শেষ ওভারে বল করে ভারতকে ৫ রানে জয় এনে দেন।
advertisement
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাটে করে ২০ ওভারে ১৮৪ রান করে ভারত। বিরাটক কোহলি করেন ৬৪ রান ও কেএ রাহুল করেন ৫০ রান। রান তাড়া করচে নেমে দুরন্ত শুরু করে বাংলাদেশ। ৭ ওভারে বিনা উইকেটে বাংলাদেশের যখন ৬৬ রান তখন বৃষ্টি নামে। ডিএলএস নিয়মে বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ১৬ ওভারে ১৫১। বৃষ্টি থামার পর দুরন্ত কামব্যাক করে ভারত। শেষ পর্যন্ত ১৬ ওভারে ৬ উইকেটে ১৪৫ করে বাংলাদেশ। ৫ রানে ম্যাচ জেতে ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 02, 2022 7:58 PM IST