MI vs SRH: মুম্বইয়ের চাপ বাড়াল মায়াঙ্ক ও ভিভরান্তের ইনিংস, রোহিতদের সামনে ২০১ রানের টার্গেট

Last Updated:

MI vs SRH: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুরন্ত ব্যাটিং সানরাইজার্স হায়দরাবাদের। মায়াঙ্ক আগফওয়াল ও ভিভরান্ত শর্মার অনবদ্য ইনিংসে ভর করে মুম্বইয়ের ডু অর ডাই ম্যাচে ২০১ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিল নিজামের শহররের দল।

মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দুরন্ত ব্যাটিং সানরাইজার্স হায়দরাবাদের। মায়াঙ্ক আগফওয়াল ও ভিভরান্ত শর্মার অনবদ্য ইনিংসে ভর করে মুম্বইয়ের ডু অর ডাই ম্যাচে ২০১ রানের চ্যালেঞ্জিং টার্গেট দিল নিজামের শহররের দল। প্লে অফের টিকিট পাকা করতে গেলে এই ম্যাচ জিততেই হবে মুম্বইকে। সঙ্গে তাকিয় থাকতে হবে আরসিবির ম্যাচের দিকে। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করে অরেঞ্জ আর্মি। দলে হয়ে সর্বোচ্চ ৮৩ রান করেন মায়াঙ্ক আগরওয়াল ও ৬৯ রান করেন ভিভরান্ত শর্মা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা দুরন্ত করে সানরাইজার্স হায়দরাবাদ। প্রথম থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে এসআরএইচের দুই ওপেনার মায়াঙ্ক আগরওয়াল ভিভরান্ত শর্মা। একের পর এক চোখ ধাঁধানো শট খেলেন ভিভরান্ত। অপরদিকে ঠান্ডা মাথায় শুরু করলেও ধীরে ধীরে ইনিংসের গতি বাড়ান মায়াঙ্ক। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই অর্ধশতরান ররে ফেলে হায়দরাবাদ। পাওয়ার প্লে-পর সময় যত এগিয়েছে ততই রুদ্রমূর্তি ধারণ করেছেন দুই ব্যাটার। ডেভিড ওয়ার্নার ছাড়ার পর এই প্রথম হায়দরাবাদের কোনও ওপেনিং জুটি শতরানের পার্টনারশিপ পূরণ করেন। মায়াঙ্ক ও ভিভ রান্ত দুজনেই নিজেদের অর্ধশতরানও পূরণ করেন।
advertisement
advertisement
ওপেনিং জুটিতে ১৪০ রান করার পর প্রথম উইকেট পড়ে হায়দরাবাদের। ৪৭ বলে ৬৯ রান করে আকাশ মাধওয়ালের বলে আউট হন ভিভরান্ত শর্মা। এরপর ক্রিজে আসেন গত ম্যাচে সেঞ্চুরি করা হেনরিক ক্লাসেন। মায়াঙ্ক অপরদিকে, বিধ্বংসী ব্যাটিং শুরু করেন। ১৭৪ রানে দ্বিতীয় উইকেট পড়ে। ৪৬ বলে ৮২ রান করে মাধওয়ালের দ্বিতীয় শিকার হন মায়াঙ্ক আগরওয়াল। ওপেনিং জুটি ফিরতেই ম্যাচে ফেরে মুম্বই। ১৭৭ তৃতীয় ও ১৮৬ রানে চতুর্থ ও পঞ্চম উইকেটের পতন হয় সানরাইজার্সের। ১ রান করে ক্রিস জর্ডানের বলে আউট হন গ্লেন ফিলিপ্স। এরপর ক্লাসেনকে ১৮ ও হ্যারি ব্রুককে খাতা না খুলতে দিয়েই পরপর বোল্ড করে আকাশ মাধওয়াল।
advertisement
শেষের দিকে পরপর উইকেট হারানোয় চাপ বাড়ে সানরাইজার্স হায়দরাবাদের পর। যে রান একসময় ২১০ থেকে ২২০-র বেশি হবে বলে মনে হচ্ছিল। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান করে সানরাইজার্স হায়দরাবাদ। শেষ বলে ৬ মেরে দলকে ২০০-তে পৌছে দেন অধিনায়ক। ১৩ রান করে অপরাজিত থাকেন মার্করাম ও ৪ রান করে অপরাজিত সনভীর সিং। মুম্বইয়ের একাই ৪টি উইকেট নেন আকাশ মাধওয়াল ও একটি উইকেট নেন ক্রিস জর্ডান। জয়ের জন্য মুম্বইয়ের টার্গেট ২০১।
বাংলা খবর/ খবর/খেলা/
MI vs SRH: মুম্বইয়ের চাপ বাড়াল মায়াঙ্ক ও ভিভরান্তের ইনিংস, রোহিতদের সামনে ২০১ রানের টার্গেট
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement