দলের প্রয়োজনের সময় ডাবল সেঞ্চুরি করতে পেরে আরও ভাল লাগছে: ময়াঙ্ক
Last Updated:
#ইনদওর: আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার তাঁর কতদিনই বা হল শুরু হয়েছে ৷ কিন্তু এর মধ্যেই টেস্টে দু’-দুটি ডাবল সেঞ্চুরি করা সম্পূর্ণ ময়াঙ্ক আগরওয়ালের ৷ শুক্রবার ইনদওরের হোলকার স্টেডিয়ামে একটা সময় তাঁর কাছ থেকে ট্রিপল সেঞ্চুরিই চাইছিলেন অধিনায়ক বিরাট কোহলি-সহ গোটা দলই ৷ দ্বিতীয় দিনের খেলা শেষে বিসিসিআই টিভিতে ময়াঙ্কের সাক্ষাৎকার নিলেন স্বয়ং বিরাট কোহলি ৷
ময়াঙ্কের কাছে কোহলির প্রশ্ন ছিল, দ্বিতীয় ডাবল সেঞ্চুরি করার পর অনুভূতি কেমন ? ময়াঙ্কের উত্তর, ‘‘ অবশ্যই দারুণ ৷ কিন্তু টিমের প্রয়োজনের সময় এই রানটা করতে পেরে আরও ভাল লাগছে ৷ ওপেনার হিসেবে পরিবেশ, পরিস্থিতি বড় রান করার অনুকূল হলে তার সুবিধে নিতে পারাটাও খুব গুরুত্বপূর্ণ।’’
Captain @imVkohli interviews Man of the Moment @mayankcricket
Hitting his 2nd double hundred, keeping the fitness level high & being the team man, Mayank discusses it all with the captain - by @28anand Full interviewhttps://t.co/aDNFRzU4Pw pic.twitter.com/MFytjqqxH7 — BCCI (@BCCI) November 15, 2019
advertisement
advertisement
কোহলির এরপরের প্রশ্ন ছিল, বড় ইনিংস খেলার সময় মাথায় কী চিন্তাটা ঘোরে ৷ মনে মনে কী ভাবেন ? যাতে ময়াঙ্কের উত্তর, ‘‘প্রত্যেক ক্রিকেটারের জীবনে খারাপ-ভাল সময় চলতেই থাকে ৷ যখন রানের মধ্যে থাকি, তখন সেই ছন্দটা ধরে রাখার কথাই ভাবি ৷ দলকে ভাল জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ যখন আছে, তখন তা কাজে লাগাতেই হয় ৷ সবসময় দলের কথা ভেবেই খেলতে হয় ৷ সেই সঙ্গে ফিটনেসের বিষয়টাও গুরুত্বপূর্ণ ৷ ’’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 16, 2019 8:59 AM IST