ভুবনেশ্বর কুমার: জীবন, কেরিয়ার, সাফল্য এক ঝলকে
পুরো নাম: ভুবনেশ্বর কুমার সিং
জন্ম: ৫ ফেব্রুয়ারি ১৯৯০
উচ্চতা: ৫ ফুট ৯ ইঞ্চি (১.৭৫ মিটার)
জাতীয়তা: ভারতীয়
ক্রীড়াবিদ: ডান-হাতি ব্যাটার, ডান-হাতি মিডিয়াম-ফাস্ট বোলার
পরিবার:
পিতা: কিরণ পাল সিং
মাতা: ইন্দ্রেশ সিং
স্ত্রী: নূপুর নাগর
ভুবনেশ্বর কুমার জন্মেছেন উত্তরপ্রদেশের মেরঠে। তাঁর বাবা এক জন সাব-ইনস্পেক্টর। তাঁর একটি দিদি রয়েছে, যাঁর নাম রেখা আধানা। এই দিদিই ক্রিকেট খেলার জন্য উৎসাহ দিয়েছিলেন ভাইকে। আর তাঁর হাত ধরেই প্রথম ক্রিকেট কোচিং সেন্টারে যান ভুবনেশ্বর। ২০১৭ সালে ভুবনেশ্বর কুমার এবং নূপুর নাগর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন।
কেরিয়ারের সূচনা:
ভুবনেশ্বর কুমার হলেন এক জন ভারতীয় ক্রিকেটার। মাত্র ১৭ বছর বয়সে বাংলার বিরুদ্ধে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় কুমারের। উত্তরপ্রদেশের হয়ে খেলার পাশাপাশি সেন্ট্রাল জোনের হয়ে দিলীপ ট্রফিতেও খেলেছেন তিনি। ২০০৮-০৯ রঞ্জি সিজনের ফাইনালে, প্রথম-শ্রেণীর ক্রিকেটার হিসেবে তিনিই প্রথম সচিন তেন্ডুলকরকে শূন্য রানে আউট করেন।
আন্তর্জাতিক মঞ্চে উত্থান:
২০১২ সালে পাকিস্তানের বিরুদ্ধে টি-২০ ক্রিকেটে অভিষেক হয় ভুবনেশ্বর কুমারের। এই ম্যাচে মাত্র ৯ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। এর কয়েক দিন পর একই দলের বিপক্ষে ওডিআই-এ অভিষেক হয় তাঁর। ওয়ান-ডে ফরম্যাটের প্রথম ম্যাচে প্রথম বলেই মহম্মদ হাফিজের উইকেট নেন ভুবনেশ্বর কুমার। এর পর থেকে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।
২০১৩ সাল কুমারের জন্য খুব গুরুত্বপূর্ণ বছর ছিল। এই বছরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে অভিষেক হওয়ার পাশাপাশি ‘২০১৩ চ্যাম্পিয়ন্স লিগ’ও জিতেছিলেন তিনি। ভারতীয় দলের জন্য খেলে ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন এবং টুর্নামেন্টের আইসিসি দলের অংশ হিসেবে মনোনীত করা হয়েছিল তাঁকে। টেস্ট ডেবিউ ম্যাচে ১০ নম্বরে নেমে ৩৮ রান করে ভারতীয় হিসেবে শেষে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েন। তার অভিষেক টেস্ট সিরিজে মোট ৪টি ম্যাচে ৬টি উইকেট নেন। এই বছরই শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৮ রান দিয়ে ৪টি উইকেট নেন।
২০১৪ সালে ইংল্যান্ড সফরে যাওয়া ভারতীয় দলের অংশ ছিলেন তিনি। এই সিরিজে ভুবনেশ্বর ৯ নম্বরে নেমে তিনটি হাফ সেঞ্চুরি বা অর্ধ-শত রান করে বিশ্ব রেকর্ড গড়েন। ফিটনেস সংক্রান্ত সমস্যা হওয়ার কারণে ২০১৫ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে মাত্র একটি ম্যাচ খেলতে পেরেছিলেন কুমার। এর পর ২০১৭ সালে সুস্থ হয়ে ফিরে আসেন তিনি। ২০১৮ সালে টি-২০ সিরিজে ভারতের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলে ৭টি উইকেট নিয়েছিলেন ভুবনেশ্বর কুমার।
আইপিএল কেরিয়ার:
ঘরোয়া সার্কিটে চিত্তাকর্ষক পারফরমেন্সের পর, ২০০৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সুযোগ পান ভুবনেশ্বর কুমার। তবে পরের বছর পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার হয়ে খেলেন তিনি। এ-ছাড়া ২০১৪ সালে সানরাইজার্স হায়দরাবাদ কিনে নিয়েছিল তাঁকে। ২০১৬ সালে ২৩টি উইকেট নিয়ে আইপিএল ট্রফির পাশাপাশি তিনি জিতেছিলেন পার্পল ক্যাপও। ২০১৮ সালে, সানরাইজার্স হায়দরাবাদের সহ-অধিনায়ক হিসেবে নাম দেওয়া হয়েছিল ভুবনেশ্বর কুমারের।