Ind vs SA 2nd T-20: 'স্পিনার নাকি!' 'আহত বোলার!' কত কী শুনেছেন! নতুন বলে নিজের ক্ষমতা বোঝালেন সেই ভুবি

Last Updated:
Ind vs SA 2nd T-20: নতুন বলে ভুবনেশ্বর কুমারের বিকল্প এখনও খুঁজে পায়নি ভারতীয় দল!
1/5
নতুন বল হাতে পেলে তিনি কী করতে পারেন, আরও একবার দেখিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার। তবে তাঁর এত পরিশ্রম মাঠে মারা গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্য়াচও হারল ভারতীয় দল।
নতুন বল হাতে পেলে তিনি কী করতে পারেন, আরও একবার দেখিয়ে দিলেন ভুবনেশ্বর কুমার। তবে তাঁর এত পরিশ্রম মাঠে মারা গেল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্য়াচও হারল ভারতীয় দল।
advertisement
2/5
অনেক বোলার ভারতীয় দলে জায়গা করেছেন সাম্প্রতিক সময়ে। তবে ভুবি যেন এখনও নতুন বলে দলের এক নম্বর ভরসা। এদিনও একাই চার উইকেট তুলে নিয়েছেন ভুবি।
অনেক বোলার ভারতীয় দলে জায়গা করেছেন সাম্প্রতিক সময়ে। তবে ভুবি যেন এখনও নতুন বলে দলের এক নম্বর ভরসা। এদিনও একাই চার উইকেট তুলে নিয়েছেন ভুবি।
advertisement
3/5
ভুবিকে একটা সময় অনেকে ঠাট্টা করে স্পিনার ডেকেছিলেন। তাঁর বলে গতি কম ছিল বলে। কেউ তাঁকে ব্যঙ্গ করে বলতেন, আহত বোলার। সেই ভুবি বুঝিয়ে দিলেন, এখনও তাঁর বিকল্প ভারতীয় দল পায়নি।
ভুবিকে একটা সময় অনেকে ঠাট্টা করে স্পিনার ডেকেছিলেন। তাঁর বলে গতি কম ছিল বলে। কেউ তাঁকে ব্যঙ্গ করে বলতেন, আহত বোলার। সেই ভুবি বুঝিয়ে দিলেন, এখনও তাঁর বিকল্প ভারতীয় দল পায়নি।
advertisement
4/5
অনেকে বলেছিলেন, ভুবির কেরিয়ার শেষের পথে। তবে তাদের সবাইকে ভুল প্রমাণ করে ছাড়লেন ভুবনেশ্বর কুমার।
অনেকে বলেছিলেন, ভুবির কেরিয়ার শেষের পথে। তবে তাদের সবাইকে ভুল প্রমাণ করে ছাড়লেন ভুবনেশ্বর কুমার।
advertisement
5/5
ভুবনেশ্বর এদিন কটকে চার উইকেট পেলেও ভারত ম্যাচ হারে চার উইকেটে। হেনরিক ক্লাসেন ৪৬ বলে ৮১ রান করে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে দেন প্রায় একার হাতেই।
ভুবনেশ্বর এদিন কটকে চার উইকেট পেলেও ভারত ম্যাচ হারে চার উইকেটে। হেনরিক ক্লাসেন ৪৬ বলে ৮১ রান করে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচ জিতিয়ে দেন প্রায় একার হাতেই।
advertisement
advertisement
advertisement