ভুবনেশ্বর কুমারের জায়গা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে? নিশ্চিত নন প্রাক্তন পাক তারকা
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Bhuvneshwar Kumar will find it difficult at death overs in Australia feels Salman Butt. ভুবনেশ্বর কুমারের জায়গা হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে? নিশ্চিত নন প্রাক্তন পাক তারকা
#দুবাই: সংযুক্ত আরব আমিরাতে চলমান এশিয়া কাপে ভারতীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন তিনি। তার মধ্যে সেরা আফগানিস্তানের বিপক্ষে ৪ রানে ৫ উইকেট। কিন্তু তার পরও ভুবনেশ্বর কুমারকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় জার্সিতে দেখতে পাচ্ছেন না পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক সালমান বাট।
কারণ ডেথ ওভারে ভুবনশ্বের প্রচুর রান দেন। তাই ভুবনেশ্বর থাকলে রোহিত শর্মাদের সমস্যা হবে বলে মনে করেন সালমান। ভারত এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়ার পরে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে বাট বলেন, হতে পারে শুরুর দিকে ভুবনেশ্বর উইকেট পেয়েছে। কারণ সংযুক্ত আরব আমিরাতের উইকেটে শুরুতে বল কিছুটা সুইং করে।
আরও পড়ুন - উর্বশী রাউতেলা কে ? সাংবাদিকের প্রশ্নে গাছ থেকে পড়লেন পাকিস্তানের নাসিম শাহ
কিন্তু ভাল ব্যাটারদের ক্ষেত্রে সেই সুইং সামলানো খুব একটা কঠিন হবে না। টি-টোয়েন্টিতে ডেথ ওভারে ভুবনেশ্বর প্রচুর রান দেয়। সেটা ভারতের পক্ষে সমস্যা। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলে ভুবনেশ্বরকে দেখছি না। আফগানিস্তানের বিপক্ষে ভুবনেশ্বরের ভাল বলের কৃতিত্ব যতটা না নিজের, তার চেয়ে অনেক বেশি আফগান ব্যাটারদের ব্যর্থতাকে দায়ী করেছেন বাট।
advertisement
advertisement
ব্যাটারদের ব্যর্থতার জন্যই ভুবনেশ্বর এত উইকেট নিতে পেরেছেন বলে জানিয়েছেন তিনি। বাট বলেন, আফগানিস্তানের বেশির ভাগ ব্যাটারই গায়ের জোরে খেলে। ওদের টেকনিক ভালো নয়। তাই বল সুইং করলে ওদের খেলতে সমস্যা হয়। সে কারণেই ভুবনেশ্বর এত উইকেট পেয়েছে।
এশিয়া কাপে ভারতীয় দলে যশপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, হর্ষল প্যাটেলরা ছিলেন না। তারা বিশ্বকাপে দলে ফিরলে ভুবনেশ্বরের সুযোগ পাওয়া কঠিন হয়ে যাবে। তাছাড়া ডেথ ওভারে ব্যাটাররা ভুবনেশ্বরকে নিশানা করতে পারেন বলে মনে করেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।
advertisement
তিনি বলেন, ভুবনেশ্বরের বলের গতি কম। তাই শেষ দিকে ব্যাটারকে তার বিপক্ষে বড় শট খেলতে ভয় পায় না। ওকে নিশানা করে ব্যাটাররা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভুবনেশ্বর খেললে শেষ দিকে ভারতকে ভুগতে হবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2022 12:51 PM IST