উর্বশী রাউতেলা কে ? সাংবাদিকের প্রশ্নে গাছ থেকে পড়লেন পাকিস্তানের নাসিম শাহ
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Naseem Shah asks who is Urvashi Rautela and laughs in press conference. উর্বশী রাউতেলা কে ? সাংবাদিকের প্রশ্নে গাছ থেকে পড়লেন পাকিস্তানের নাসিম শাহ
#দুবাই: সুদর্শন চেহারার পাকিস্তানি ফাস্ট বোলার নাসিম শাহকে নিয়ে এখন তুমুল চর্চা নেট দুনিয়ায়। দেখতে সুন্দর, মাঠে পারফরম্যান্স দুর্দান্ত। এমন কম্বিনেশনে ক্রিকেটাররা সুপার হিট হবেন এবং মহিলাদের হৃদয় জিতবেন তাতে নতুন কিছু নয়। ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্তের সঙ্গে বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা নাম জড়িয়ে সম্প্রতি জলঘোলা হয়েছে।
এবার পন্ত পর্ব অতীত করে নাসিম শাহে মজেছেন বলি সুন্দরী। এমন জল্পনাই শুরু হয়েছে। নেটিজেনদের অনেকেই মনে করছেন, ঋষভকে ভুলে গিয়েছেন এবার পাক তরুণের প্রেমে হাবুডুবু খাচ্ছেন উর্বশী। ইনস্টাগ্রাম স্টোরিতে নাসিম শাহের একটি ভিডিয়ো শেয়ার করেন। তাতে ছিল রোম্যান্টিক গানের ছোঁয়া।
এর পরেই চর্চা শুরু হয় উর্বশী এবং নাসিম শাহের সম্পর্ক নিয়ে। এর কারণে বলি অভিনেত্রীকে ট্রোলডও হতে হয়। আর এবার এই বিষয়ে মুখ খুলছেন ১৯ বছরের উঠতি পাক তারকা। অভিনেত্রী উর্বশীকে নিয়ে এমন বক্তব্য রেখেছেন পাকিস্তানি ক্রিকেটার নাসিম, যা সকলকে চমকে দিয়েছে।
advertisement
advertisement
Naseem Shah — "I don't know who is Urvashi Rautela. I only focus on my match. People usually send me videos but I have no idea. I have nothing special in me but I thank people who come to watch cricket and give alot of respect." #AsiaCup
— Arfa Feroz Zake (@ArfaSays_) September 10, 2022
advertisement
নাসিমকে প্রশ্ন করা হয়েছিল যে, উর্বশীর পোস্ট সম্পর্কে তিনি কী ভাবছেন এবং কেন তিনি সেই অভিনেত্রীর নাম শুনে হাসতে শুরু করলেন, তখন নাসিম শাহ এর মজার উত্তর দেন। নাসিম আরও বলেন, জানি না কে এই সব কথা বলেছেন। উর্বশী রাউতেলা কে, সেটাই তো আমি জানি না। কে কী জন্য এই ভিডিয়ো দিয়েছে, তা আমি জানি না। আমার এখন অন্য কিছুর দিকে নজর দেওয়া সময় নেই।
advertisement
আমাকে যদি কারোর ভাল লেগে থাকে, তা হলে খুব ভাল কথা। আমি জানি আমার একমাত্র লক্ষ্য এখন পাকিস্তান দলে জায়গা নিয়মিত করা। ক্রিকেট ছাড়া আমার অন্য কোনও ব্যাপারে নজর নেই। নিজেকে দেশের স্বার্থে উজাড় করে দিতে চাই। অতীতে পাকিস্তানের ইমরান খান, ওয়াসিম আক্রম, শাহিদ আফ্রিদিদের প্রচুর মহিলা ভক্ত ছিলেন ভারতে। নাসিম সেভাবেই ভারতের মহিলা ক্রিকেটপ্রেমীদের মনে জায়গা করছেন উর্বশীকে দেখেই পরিষ্কার।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2022 12:15 PM IST