হায়দরাবাদ: ২০০৮ সালে প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর ২০২২ সালে ফাইনালে উঠেছিল রাজস্থান রয়্যালস। কিন্তু ট্রফির খরা কাটেনি। গুজরাট টাইটানসের বিরুদ্ধে তারকাখোচিত দল নিয়েও রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। অপরদিকে, ২০১৬ সালের পর থেকে ট্রফি ঘরে আসেনি সানরাইজার্স হায়দরাবাদের। সবথেকে বড় বিষয় হল বিগত কিছু মরসুমে একেবারে হতাশাজনক পারফরম্যান্স অরেঞ্জ আর্মির। ২০২৩ আইপিএলে একে অপরের মুখোমুখি ম্যাচ দিয়ে অভিযান শুরু করতে চলেছে সঞ্জু স্যামসন ও ভুবনেশ্বর কুমারের দল।
হায়দরাবাদে ঘরের মাঠে নতুন মরসুমের প্রথম ম্যাচে টস ভাগ্য সাথ দিল ভুবনেশ্বর কুমারের। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক। রাজস্থানের ব্যাটিং লাইন কতটা শক্তিশালী তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। তাই হোম ম্যাচে প্রথমে বল করে যতটা সম্ভব কম রানের মধ্যে আটকে রাখতে চাইছেন ভুবি। তারপর টার্গেট দেখে রান তাড়া করার রণনীতি সাজাতে চাইছেন। অপরদিকে, টস হেরে প্রথমে ব্যাট করতে হলেও কোনও আফশোস নেই সঞ্জু স্যামসনের। প্রথমে বোলিং হোক আর ব্যাটিং সেরাটা দেওয়াই তার দলের লক্ষ্য বলেন জানান রাজস্থান অধিনায়ক।
রাজস্থান রয়্যালসের প্রথম একাদশ: যশ বাটলার, যশশ্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক), দেবদূত পাড়িকল, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহল, কেএম আসিফ।
সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, রাহুল ত্রিপাঠী, হ্যারি ব্রুক, গ্লেন ফিলিপস (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, ফইজল ফারুকি, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), টি নটরাজন, উমরান মালিক, আদিল রাশিদ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bhuvneshwar Kumar, IPL 2023, Rajasthan Royals, Sunrisers Hyderabad