লারার শহরে ব্যাটে বিরাট শাসন, বল হাতে দাপট ভুবির, ৫৯ (D/L) রানে জয়ী ভারত
Last Updated:
ভারত: ২৭৯/৭ ( ৫০ ওভার), ওয়েস্ট ইন্ডিজ: ২১০ ( ৪২ ওভার/৪৬ ওভার, টার্গেট ২৭০) ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৫৯ রানে জয়ী ভারত
advertisement
advertisement
advertisement
advertisement
বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ লুইসে ওয়েস্ট ইন্ডিজের টার্গেট কমে দাঁডা়য় ৪৬ ওভারে ২৭০ রানে ৷ রান পাননি ক্রিস গেইল (১১) ৷ ওপেনার লুইস (৬৫) এবং পুরাণ (৪২) বাদে এদিন বলার মতো রান পাননি কোনও ক্যারিবিয়ান ব্যাটসম্যানই ৷ ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংকে একাই ধ্বংস করেন ভুবনেশ্বর কুমার ৷ ৮ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি ৷ Photo Courtesy: BCCI/Twitter