Purulia News: হাড় কাঁপানো শীতে পুরুলিয়ায় 'গ্রাউন্ড ফ্রস্ট', গাড়ির কাচ, খড়ের গাদায় জমা বরফ,খুশি পর্যটক থেকে স্থানীয়রা
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Rukmini Mazumder
Last Updated:
খড়ের গাদা থেকে গাড়ির ছাদ ঢেকেছে বরফের আস্তরণে, রেকর্ড শীতে গ্রাউন্ড ফ্রস্ট পুরুলিয়ায়
পুরুলিয়া, শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়: হাড় কাঁপানো শীতের প্রভাব পড়েছে গোটা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের সঙ্গে সমানতালে পাল্লা দিয়ে তাপমাত্রার পারদ পড়ছে দক্ষিণের সুন্দরী পুরুলিয়ায়। রীতিমত দার্জিলিং-কে টেক্কা দিচ্ছে জঙ্গলমহলের এই জেলা। তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৪ ডিগ্রিতে। তীব্র শীতের প্রভাবে জেলার বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে ভূমি তুষার। ইতিমধ্যেই বান্দোয়ান, ঝালদা, অযোধ্যা পাহাড়ে দেখা মিলছে ভুমি তুষারের। লতা-পাতা, খড়ের গাদা, পাইপ লাইন, গাড়ির উপরে এবং শিশির জল জমে বরফে পরিণত হচ্ছে।
এমন দৃশ্য দেখে হতবাক পুরুলিয়াবাসী। উৎসাহিত পর্যটকেরাও। ঝালদার খামার এলাকার বাসিন্দা বিমল কুইরি ও সত্যনারায়ণ কোনার বলেন, ” মর্নিংওয়াক করতে হঠাৎ দেখতে পাই রাস্তার ধারে বরফের গুঁড়ো পড়ে আছে। কাছে গিয়ে সেই বরফ হাতে নিয়ে দেখি। এই প্রথম ঝালদায় ভূমি তুষার দেখা গেল। ভীষণই খুশি। পুরুলিয়াতে বসেই কাশ্মীর ও দার্জিলিং-এর মতো অনুভূতি পাচ্ছি।”
advertisement
পুরুলিয়ার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক তথা ভূবিজ্ঞানী ডঃ বিশ্বজিৎ বেরা বলেন, বৈপরীত্য তাপমাত্রার কারণে এই ঘটনা ঘটে থাকে। পুরুলিয়াতেও এই ঘটনা সেই ভৌগোলিক কারণেই ঘটেছে। পাহাড়ি এলাকায় এই ঘটনা খুব স্বাভাবিক।
advertisement
পুরুলিয়ার ভূমি তুষারের বিরল দৃশ্য এখন সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল ফেলে দিয়েছে। এর আগে ২০১৯ সালের ডিসেম্বর মাসেও এইরকম দৃশ্য দেখা গিয়েছিল বেগুনকোদরে। এ’বছর সেই ঘটনার পুনরাবৃত্তি হল। রাঢ বঙ্গের রুক্ষ জেলাতে বসে বরফের দেখা পেয়ে খুশির হাওয়া জঙ্গলমহলে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Jan 12, 2026 10:04 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: হাড় কাঁপানো শীতে পুরুলিয়ায় 'গ্রাউন্ড ফ্রস্ট', গাড়ির কাচ, খড়ের গাদায় জমা বরফ,খুশি পর্যটক থেকে স্থানীয়রা









