Operation Mission Seva: আচমকা স্টেশনে লুটিয়ে পড়লেন যাত্রী...! পরমুহূর্তেই ছুটে এল RPF, 'মিশন সেবা'-র অধীনে অসুস্থ যাত্রীদের উদ্ধারে বিরাট উদ্যোগ নিল রেল!
- Reported by:ABIR GHOSHAL
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Operation Mission Seva: আরপিএফ 'মিশন সেবা'-এর অধীনে আহতদের উদ্ধার ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে।
মানবিক উদ্যোগ 'মিশন সেবা'-র অধীনে, পূর্ব রেলের হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের রেলের সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মীরা পুরুষ ও মহিলা-সহ পাঁচজন আহত ও অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে সময়মতো সহায়তা প্রদান করে রেলের তরফে গুরুতর দায়িত্ব পালন করেছেন।
আরপিএফ 'মিশন সেবা'-এর অধীনে আহতদের উদ্ধার ও চিকিৎসা সহায়তা প্রদান করেছে।মানবিক উদ্যোগ 'মিশন সেবা'-র অধীনে, পূর্ব রেলের হাওড়া এবং শিয়ালদহ ডিভিশনের রেলের সুরক্ষা বাহিনীর (আরপিএফ) কর্মীরা পুরুষ ও মহিলা-সহ পাঁচজন আহত ও অসুস্থ ব্যক্তিকে উদ্ধার করে সময়মতো সহায়তা প্রদান করে রেলের তরফে গুরুতর দায়িত্ব পালন করেছেন।
advertisement
আরপিএফ কর্মীরা দ্রুত প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং উদ্ধারকৃত সকল ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য নিকটবর্তী সরকারি হাসপাতালে স্থানান্তরের ব্যবস্থা করেন। যাদের সহায়তা করা হয়েছে, তাদের মধ্যে তিনজন পুরুষকে শক্তিগড় ও গুরাপের মাঝে, সোদপুরে এবং বনগাঁ ও চাঁদপাড়া রেল স্টেশনের মাঝে বিভিন্ন স্থানে আহত অবস্থায় পাওয়া যায়। এছাড়াও, দুজন মহিলা যাত্রীকে তারকেশ্বর এবং হাওড়া রেল স্টেশনে ট্রেনে ভ্রমণের সময় অসুস্থ অবস্থায় পাওয়া যায়।
advertisement
advertisement
আরপিএফ মিশন সেবা (RPF Mission Seva)হল রেল সুরক্ষা বাহিনী (RPF)-এর একটি মানবিক উদ্যোগ, যার লক্ষ্য রেলযাত্রীদের, বিশেষত অসুস্থ, আহত বা দুর্বল যাত্রীদের জরুরি চিকিৎসা ও অন্যান্য সহায়তা প্রদান করে তাদের জীবন রক্ষা করা এবং নিরাপত্তা নিশ্চিত করা, যা RPF-এর মূল দায়িত্বের পাশাপাশি যাত্রীদের আস্থা বাড়ায় ও তাদের সুরক্ষা নিশ্চিত করে। এটি RPF-এর 'মিশন জীবন রক্ষা'-এর (Mission Jivan Raksha) একটি অংশ, যার অধীনে তারা ট্রেন থেকে পড়ে যাওয়া বা চাকার নীচে পড়া অনেক যাত্রীর জীবন বাঁচিয়েছেন।
advertisement
advertisement








