কোহলির দোসর ভুবনেশ্বর, ৪ রানে ৫ উইকেট নিয়ে ধ্বংস করলেন আফগানিস্তানকে
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Bhuvneshwar Kumar brilliant 5 wicket spell against Afghanistan takes India to massive win. কোহলির দোসর ভুবনেশ্বর, ৪ রানে ৫ উইকেট নিয়ে ধ্বংস করলেন আফগানিস্তানকে
ভারত জয়ী ১০১ রানে
#দুবাই: ভারতের বিরাট পাহাড় প্রমাণ রান তাড়া করে আফগানিস্তানের পক্ষে জয় সম্ভব ছিল না সেটাই স্বাভাবিক। কিন্তু শ্রীলঙ্কাকে হারানোর পর এবং পাকিস্তানের বিরুদ্ধে তাদের দুরন্ত লড়াইয়ের পর, আফগানরা ভারতের বিরুদ্ধে সম্মানজনকভাবে শেষ করবে আশা করা গিয়েছিল। হতে দিলেন না ভুবনেশ্বর কুমার। মাত্র চার রান দিয়ে তুলে নিলেন পাঁচ উইকেট। তার অসাধারণ সুইংয়ের জবাব জানা ছিল না আফগানদের।
advertisement
এই ফরম্যাটে তার সর্বকালের সেরা পারফরমেন্স। জাজাই, গুরবাজ, জানাতদের ফেরত পাঠালেন অনবদ্য সুইং বোলিংয়ে। কোহলি ব্যাটে ধ্বংসলীলা চালানোর পর, বল হাতে ভুবনেশ্বর যেন আগুন। কার্যত আত্মসমর্পণ করল আফগানিস্তান। সেই নভেম্বর ২০১৯ বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেন্স শেষবার সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি।
advertisement
আরও পড়ুন - ১০২১ দিন পর বিধ্বংসী সেঞ্চুরি অনুষ্কা এবং মেয়ের প্রতি উৎসর্গ কিং কোহলির
তারপর থেকে তার ক্রমশ ফর্ম হারানোর গল্প। বারবার সমালোচনার শিকার হয়েছেন। প্রাক্তন ক্রিকেটাররা তাকে ছিড়ে খেয়েছে। সংবাদ মাধ্যম পর্যন্ত ছেড়ে কথা বলেনি। ১০২১ দিন পর অবশেষে জবাব দিলেন কিং কোহলি। হতে পারে গুরুত্বহীন ম্যাচ। এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছে ভারত। নিয়ম রক্ষার ম্যাচে খেলতে হয় তাই খেলা। কিন্তু তাতেও নিজেকে লড়াই করে রান করতে হয়েছে।
advertisement
India have defeated Afghanistan in their final match of Asia Cup 2022 - a match dominated by Virat Kohli and Bhuvneshwar Kumar.
A match to remember for a very long! — Mufaddal Vohra (@mufaddal_vohra) September 8, 2022
আজ গুরুত্বহীন ম্যাচে ছিলেন না অধিনায়ক রোহিত শর্মা। অধিনায়ক ছিলেন কে এল রাহুল। ওপেন করতে নামেন তিনি এবং বিরাট। ১১৯ রানের পার্টনারশিপ হল দুজনের। রাহুল আউট হয়ে যাওয়ার পর বেশি কিছু করতে পারেননি সূর্য কুমার। ঋষভ পন্থ কিছুটা সহায়তা করলেন কোহলিকে। পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানের ইনিংস খেলার পর লঙ্কার বিরুদ্ধে ব্যর্থ হয়েছিলেন বিরাট।
advertisement
কিন্তু আজ আফগানিস্তানের বিরুদ্ধে সেই পুরনো বিরাট কোহলি যেন ফিরে এলেন। যেন পুনর্জন্ম হল। মোট ৭১ তম সেঞ্চুরি কিং কোহলির। বুঝিয়ে দিলেন তিনি ফিরে এসেছেন। এশিয়া কাপ হতে পারে শুধুমাত্র ট্রেলার। টি-টোয়েন্টি বিশ্বকাপে হয়তো পুরো সিনেমা বাকি আছে। ৬১ বলে ১২২ করে অপরাজিত থাকলে বিরাট।
দুবাইয়ের মাঠে উপস্থিত দর্শকরা এক অসাধারণ ইনিংসের সাক্ষী থাকলেন। ভারতীয় সমর্থকদের একটাই দুঃখ। পাকিস্তান এবং লঙ্কার বিরুদ্ধে এমন পারফরম্যান্স থাকলে এশিয়া কাপ থেকে বেরিয়ে যেতে হত না। তবে আপাতত এশিয়া কাপ ভুলে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার জন্য তৈরি হবে ভারত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 08, 2022 10:44 PM IST