নতুন বলে ভুবনেশ্বরকে সামলানো সহজ নয় অস্ট্রেলিয়ায়, একমত কপিল এবং সানি

Last Updated:

Bhuvneshwar Kumar automatic choice for Indian team in T20 World Cup believes Kapil Dev. নতুন বলে ভুবনেশ্বরকে সামলানো সহজ নয় অস্ট্রেলিয়ায়, একমত কপিল এবং সানি

বিশ্বকাপে রোহিতের বড় ভরসা ভুবনেশ্বর
বিশ্বকাপে রোহিতের বড় ভরসা ভুবনেশ্বর
#নয়াদিল্লি: ভুবনেশ্বর কুমার কী বুড়ো হয়ে গিয়েছেন? তাকে বিশ্বকাপ দলে রেখে ভুল করেছে ভারত? মহম্মদ শামি স্ট্যান্ডবাই, অথচ ভুবি প্রথম দলে, এটা কেমন সিদ্ধান্ত? বিগত কয়েকদিন ধরে এমন প্রচুর প্রশ্ন উঠে এসেছে। পাকিস্তানের প্রাক্তন ওপেনার সালমান বাট পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভুবনেশ্বরকে স্ট্যান্ড বাই রেখে শামিকে দলে রাখা উচিত ছিল ভারতের।
ভারতীয় ক্রিকেটের ২ কিংবদন্তি কপিল দেব এবং সুনীল গাভাসকার মনে করেন ভুবনেশ্বরকে দলে রাখা একেবারে সঠিক সিদ্ধান্ত। অস্ট্রেলিয়ার মাটিতে ভুবনেশ্বর বল করবেন মাত্র চার ওভার। কপিল মনে করেন পাওয়ারপ্লে এবং প্রথম ১০ ওভারের ভেতরেই ভুবনেশ্বরকে তার কোটা শেষ করে ফেলতে হবে।
advertisement
advertisement
বল যতক্ষণ সুইং হবে, ততক্ষণ ভুবনেশ্বর কিন্তু ব্যাটসম্যানদের কাজ কঠিন করে তুলবেন। তার সবচেয়ে বড় ক্লাস পয়েন্ট ডান এবং বাঁহাতি দু'রকম ব্যাটসম্যানদের বিপক্ষেই সঠিক জায়গায় বল রাখতে পারা। সুনীল গাভাসকার মনে করেন অভিজ্ঞতার দাম আছে ভুবনেশ্বরের। অতীতে অস্ট্রেলিয়ার মাটিতে তিনি খেলেছেন।
তাই এখানকার উইকেটে নিজের লাইন এবং লেন্থ কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে তার জানা আছে। বিশেষ করে সিম সোজা রেখে ব্যাটসম্যানদের বোকা বানানোর ক্ষেত্রে ভুবনেশ্বর বেশ বুদ্ধিমান। তাই কপিল এবং সানি দুজনেই একমত বিশ্বকাপে ভুবনেশ্বরকে দলে রাখা সঠিক সিদ্ধান্ত ভারতের। তিনি আউট সুইং এবং ইন সুইং একইভাবে করাতে পারেন।
advertisement
সবচেয়ে বড় কথা অধিনায়ক রোহিত শর্মা ভুবনেশ্বরের ওপর সম্পূর্ণ আশা রেখেছেন। রোহিত পরিষ্কার জানিয়েছেন ভারতের টি টোয়েন্টি দলে ভুবনেশ্বর নাকি অটোমেটিক চয়েজ। তার জায়গা নিয়ে প্রশ্ন থাকতে পারে না। এখন দেখার অধিনায়ক এবং প্রাক্তন ক্রিকেটারদের ভরসার মর্যাদা কতটা দিতে পারেন ভুবনেশ্বর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
নতুন বলে ভুবনেশ্বরকে সামলানো সহজ নয় অস্ট্রেলিয়ায়, একমত কপিল এবং সানি
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement