বিশ্বকাপে দলে সুযোগ পাননি, সঞ্জু অবশ্য ভারতকে চ্যাম্পিয়ন দেখতে চান অস্ট্রেলিয়ায়

Last Updated:

Sanju Samson wish team India all the luck for T20 World Cup after not being selected. বিশ্বকাপে দলে সুযোগ পাননি, সঞ্জু অবশ্য ভারতকে চ্যাম্পিয়ন দেখতে চান অস্ট্রেলিয়ায়

নতুন বিতর্ক হচ্ছে সঞ্জুকে দলে না নেওয়া নিয়ে
নতুন বিতর্ক হচ্ছে সঞ্জুকে দলে না নেওয়া নিয়ে
#মুম্বই: আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে সঞ্জু স্যামসনের না থাকা নিয়ে বিতর্ক চলছে। এই প্রসঙ্গে এবার মুখ খুললেন তিনি। সঞ্জুর কথায়, অনেকে বলছেন ঋষভ বা রাহুলের জায়গায় আমার সুযোগ পাওয়া উচিত ছিল। কিন্তু এসব ভাবছি না। ওরা আমার সতীর্থ। ওদের সঙ্গে রেষারেষি করলে দেশকেই ছোট করা হবে। কেরলের উইকেট রক্ষক ব্যাটসম্যান মনে করেন নির্বাচকরা জাতীয় দলের স্বার্থে যেটা ভাল মনে করেছেন করেছেন।
তিনি সুযোগ পেলে অবশ্যই ভাল লাগত। কিন্তু যখন পাননি, তখন এই নিয়ে চিন্তা করে লাভ নেই। তাকে ভারতীয় এ দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে, যে দলটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এই দলে রাখা হয়েছে পৃথ্বী শ, অভিমুন্য ঈশ্বরন, ঋতুরাজ, উমরান মালিককে। ২২,২৫,২৭ সেপ্টেম্বর এই তিনটি ম্যাচ খেলা হবে।
advertisement
advertisement
সঞ্জুর অবশ্যই ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া উচিত ছিল এমন জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। তিনি নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটে সঞ্জুকে নিয়ে যাওয়া উচিত ছিল ভারতের। কারণ উপরে উঠে আসা বল নির্দ্বিধায় খেলতে পারেন সঞ্জু। কাট এবং পুল মারার ক্ষেত্রে তিনি দক্ষ।
তাই ভারতের উচিত ছিল তাকে রাখা। সঞ্জু গত আইপিএলে রাজস্থান রয়্যালসকে ফাইনালে তুলেছিলেন। অধিনায়ক হিসেবে নিজে পারফর্ম করেছিলেন। ১৭ ম্যাচে ৪৫৮ রান করেছিলেন মোট। তবে শুধু সঞ্জু নয়, বিশ্বকাপে নেওয়া হয়নি ঈশান কিষানকেও। আসলে ভারত টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর দল।
advertisement
এই দলে জায়গা করে নেওয়া সত্যিই মুশকিল। অনেকে রাহুলের ফর্ম নিয়ে প্রশ্ন তুললেও তার ট্রাক রেকর্ড এবং কোয়ালিটি নিয়ে সন্দেহ ছিল না বোর্ড কর্তাদের। বাদ পড়লেও সঞ্জু অবশ্যই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলকে। তিনি আশাবাদী অস্ট্রেলিয়া থেকে ভারত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপে দলে সুযোগ পাননি, সঞ্জু অবশ্য ভারতকে চ্যাম্পিয়ন দেখতে চান অস্ট্রেলিয়ায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement