advertisement

অক্ষর প্যাটেল খবর

অক্ষর প্যাটেল: জীবন, কেরিয়ার, রেকর্ড এক ঝলকে

পুরো নাম: অক্ষর রাজেশভাই প্যাটেল

জন্ম: ২০ জানুয়ারি ১৯৯৪

উচ্চতা: ৫ ফুট ১২ ইঞ্চি (১.৮২ মিটার)

জাতীয়তা: ভারতীয়

ক্রীড়াবিদ: বাম-হাতি ব্যাটার, স্লো বাম-হাতি অর্থোডক্স বোলার

পরিবার

পিতা: রাজেশ প্যাটেল

মাতা: প্রীতিবেন প্যাটেল

অক্ষর প্যাটেল জন্মগ্রহণ করেছেন গুজরাতে। তাঁর এক জন ভাই রয়েছে, যাঁর নাম স্যানশিপ প্যাটেল। ক্রিকেটার হওয়ার স্বপ্ন অক্ষর কোনও দিনই দেখেননি। বরং মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন তিনি। ১৫ বছর বয়সে তাঁর বন্ধু ধীরেন কানসারা প্রথম অক্ষরের ক্রিকেট প্রতিভা লক্ষ্য করেন এবং একটি আন্তঃ-স্কুল টুর্নামেন্টে  খেলার পরামর্শ দেন তাঁকে। প্রথমে তাঁর নামের বানান ছিল ‘Akshar’, কিন্তু স্কুলের অধ্যক্ষের ভুলের কারণে স্কুল ছাড়ার শংসাপত্রে তাঁর নামের বানান পরিবর্তন হয়ে দাঁড়ায় ‘Axar’ এবং তার পর থেকে নামের এই বানানটিই ব্যবহার করেন তিনি।

কেরিয়ারের সূচনা:

অক্ষর প্যাটেল এক জন ভারতীয় ক্রিকেটার। ২০১২ সালে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তাঁর। ২০১৪ এসিসি এমার্জিং টিমস কাপ ভারতের হয়ে অনূর্ধ্ব-২৩ দলে খেলেন অক্ষর। এই খেলায় তাঁর অসাধারণ পারফরমেন্সের কারণে ২০১৪ সালে ‘বিসিসিআই অনূর্ধ্ব-১৯ ক্রিকেটার অফ দ্য ইয়ার’ নির্বাচিত হন তিনি। ২০১৯-২০ দলীপ ট্রফির জন্য ইন্ডিয়া রেড দলের স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল তাঁর। ২০১৯-২০ দেওধর ট্রফির জন্য ভারত সি-এর স্কোয়াডেও নাম দেওয়া হয়েছিল অক্ষর প্যাটেলের। 

আন্তর্জাতিক মঞ্চে উত্থান:

আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার আগে ২০১৪ সালে আইপিএলে খেলার সুযোগ পান অক্ষর। প্রিমিয়ার লিগে তাঁর দুর্দান্ত পারফরমেন্সের পর ভারতীয় ওডিআই দলের হয়ে বাংলাদেশ সফরে যাওয়ার সুযোগ পান প্যাটেল। এই ম্যাচের সিরিজের প্রত্যেকটি ম্যাচ খেলেন তিনি। ৫টি ম্যাচে ১১টি উইকেট নিয়ে নিজের বোলিং দক্ষতার পরিচয় দেন অক্ষর। 

নির্বাচকরা ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরে ভারতীয় দলে প্যাটেলকে জায়গা করে দিয়েছিলেন। তবে টুর্নামেন্ট চলাকালীন একটি ম্যাচও পাননি তিনি। ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনটি উইকেট নেওয়ার পর আইসিসি ওডিআই র‍্যাঙ্কিংয়ে ১৩-তম স্থানে চলে যান অক্ষর। সব শেষে ২০১৭ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ান-ডে খেলেছিলেন প্যাটেল। তাঁর ফর্ম ভালো থাকা সত্ত্বেও অভিজ্ঞতার অভাবে ২০১৭ সালের আইসিসি চাম্পিয়নস ট্রফিতে সুযোগ পাননি তিনি। 

২০১৫ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারতের হয়ে টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক অভিষেক হয় তাঁর। এই ম্যাচে ৪ ওভার বল করে মাত্র ১৭ রান দিয়ে ৩টি খুবই গুরুত্বপূর্ণ উইকেট নেন তিনি। 

ক্লাব ক্রিকেট:

গুজরাতের বোলিং অলরাউন্ডার অক্ষর ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে তাঁর প্রথম আইপিএল ম্যাচ খেলেন। পরের বছরের মরসুমে তিনি কিংস এলেভেন পঞ্জাবে চলে যান। ওই বছর আইপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন অক্ষর প্যাটেল। ২০১৬ সালের আইপিএলে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে গুজরাত লায়ন্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করেছিলেন অক্ষর। এই ম্যাচে তিনি দীনেশ কার্তিক, ব্রাভো এবং জাদেজাকে পর-পর আউট করেছিলেন। 

২০১৯ আইপিএল নিলামে দিল্লি ক্যাপিটালস অক্ষর প্যাটেলকে ৫ কোটি টাকা দিয়ে কিনে নেয়। এর পর থেকে দিল্লির হয়েই খেলতেন তিনি। ২০২২ সালে মেগা নিলামেও দিল্লি তাঁকে ছাড়েনি। প্রায় ৯ কোটি টাকা দিয়ে অক্ষরকে ফের দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

আরো দেখুন …

সব খবর

advertisement
advertisement