অক্ষর আউট ৮৪ রানে, নাগপুরে অস্ট্রেলিয়াকে ২২৩ রানের লিড নিয়ে ছাড়ল ভারত
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Axar Patel scores 84 as India all out for 400 taking the lead to 223 runs in Nagpur. অক্ষর আউট ৮৪ রানে, নাগপুরে অস্ট্রেলিয়াকে ২২৩ রানের লিড নিয়ে ছাড়ল ভারত
নাগপুর: দ্বিতীয় দিনের শেষে ভারতের লিড ছিল ১৪৪ রানের। আজ শনিবার তৃতীয় দিনের সকালে সেই জায়গা থেকে ভারত কতটা এগোতে পারে সেটাই ছিল দেখার। রবীন্দ্র জাদেজা বোল্ড হয়ে গেলেন সেই মর্ফির বলে ৭০ করে। এরপর অবশ্য মহম্মদ শামি দুরন্ত একটা ইনিংস উপহার দিয়ে গেলেন। ঝড়ের গতিতে ৩৭ করলেন। মারলেন দুটি বাউন্ডারি এবং তিনটি ছক্কা।
তাকেও ফেরালেন সেই মারফি। তুলে মারতে গিয়ে উইকেট রক্ষকের হাতে ধরা পড়লেন শামি। তবে ছিলেন অক্ষর প্যাটেল। সিরাজ নিজের ক্ষমতা মত টিকে থাকার চেষ্টা করছিলেন। কারণ ভারতের কাছে শুধুমাত্র লিড বাড়ানো টার্গেট নয়। উইকেট এবং পিচ এমন একটা অবস্থায় নিয়ে যেতে হবে, যেখানে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া প্রবল ঘূর্ণির মুখে পড়বে।
advertisement
1ST Test. WICKET! 139.3: Axar Patel 84(174) b Pat Cummins, India 400 all out https://t.co/SwTGoyHfZx #INDvAUS @mastercardindia
— BCCI (@BCCI) February 11, 2023
advertisement
তাই অন্তত লাঞ্চের আগে পর্যন্ত ব্যাট করার চেষ্টা করবে ভারত সেটা জানা ছিল। অক্ষর এবং সিরাজ মেরে চেষ্টা করলেন যতটা সম্ভব লম্বা সময় টিকে থাকার। অনেকেই মনে করছেন ভারতীয় বোলাররা দ্বিতীয় ইনিংসে যদি ভাল বল করতে পারেন তাহলে আজকেই সম্ভব অস্ট্রেলিয়াকে হারিয়ে দেওয়া। সেক্ষেত্রে পাঁচ দিনের খেলা তিনদিনের মাথায় শেষ করে দেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। শেষ পর্যন্ত প্যাট কামিন্স বোল্ড করলেন অক্ষরকে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 11, 2023 11:39 AM IST