Viral Video: বৌদি এসেছে বৌদি! দিল্লি ম্যাচে উর্বশীকে নিয়ে তোলপাড়, অক্ষর প্যাটেল যা করলেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Video: সেই সময় মাঠে কী হচ্ছিল আর বাউন্ডারি রোপে দাঁড়িয়ে ফিল্ডিং করা অক্ষর প্যাটেলের কী হাল হয়৷ রইল সেই ভাইরাল ভিডিও ৷
নয়াদিল্লি: আরে আইপিএল মাঠ না পাড়ার ক্লাবের ছেলেদের আড্ডাখানা! পাড়া দিয়ে পছন্দের বৌদি গেলে যেরকমভাবে টোন টিটিকিরি কাটে ছেলেরা, আইপিএলে দিল্লির মাঠেও সেরকমই হল৷ আইপিএল উন্মাদনা পুরো দেশকে গ্রাস করেছে এবং এমনকি বলিউড তারকারাও সেই জাদু থেকে নিজেদের দূরে সরিয়ে রাখতে পারছেন না৷ অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচের সময় অভিনেত্রী উর্বশী রাউতেলাও উপস্থিত ছিলেন।
আর তারপরেই তোলপাড়, গ্যালারি জুড়ে শুরু হয় চিৎকার ওঠে ‘ভাবি আয়ি হ্যায়৷’ দেখুন সেই সময় মাঠে কী হচ্ছিল আর বাউন্ডারি রোপে দাঁড়িয়ে ফিল্ডিং করা অক্ষর প্যাটেলের কী হাল হয়৷ রইল সেই ভাইরাল ভিডিও ৷
— Out Of Context Cricket (@GemsOfCricket) April 27, 2023
advertisement
advertisement
ঋষভ পন্থ আর উর্বশী রাউতেলার সম্পর্ক নিয়ে গুনগুন, ফিসফাস কিছুতেই যেন বন্ধ হয় না৷ উর্বশীর রহস্যময় সোশ্যাল মিডিয়া পোস্ট দিয়ে শিরোনামে উঠে এসেছে। সেটা ছিল ১১ এপ্রিলের ঘটনা। এই মুহূর্তে আরেকটি ভিডিও ভাইরাল হচ্ছে, যাতে তাকে দিল্লি ক্যাপিটালসের একটি ম্যাচে দেখা যাচ্ছে, সেখানে স্টেডিয়াম জুড়ে চিৎকার শুরু হয় ভাবি ভাবি, এই শুনে অক্ষর পিছনে ফিরে তাকিয়ে অবাক চোখে হাত নাড়লে তাঁকে গ্যালারি থেকে উর্বশী ভাবিকে দেখিয়ে দেওয়া হয়৷
advertisement
উর্বশী রাউতেলাকে ১৯৯৮-র হিট ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এর বিখ্যাত গান 'কোই মিল গায়া'-তে নাচ করেছিলেন। তিনি তার অফিসিয়াল ইনস্টাগ্রামে এটির একটি ভিডিওও শেয়ার করেছেন।
advertisement
ফ্যানরা উর্বশী রাউতেলাকে 'ভাবি-ভাবি' বলে উত্যক্ত করছেন। এর পর ভক্তরা 'ঋষভ-ঋষভ' স্লোগান দিতে থাকেন। এরপরে, উর্বশীকে বারান্দায় দাঁড়িয়ে দেখে ভক্তরা আবার 'ঋষভ-ঋষভ' বলে চিৎকার করতে শুরু করে।
উর্বশী রাউতেলার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হচ্ছে। ফ্যানারও জমিয়ে মজা নিচ্ছেন৷ মজার বিষয় হল, উর্বশী রাউতেলার উপস্থিতির মাত্র কয়েক দিন আগে, ঋষভ পন্থও গুজরাত টাইটানসের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের প্রথম হোম ম্যাচে মাঠে হাজির হয়েছিলেন। চোটের পর ঋষভ পন্থকে কোনও পাবলিক প্লেসে দেখা গিয়েছিল৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 28, 2023 5:22 PM IST