Ind vs Aus T20: সিরিজ জিতে খুশির তুফানে ভাসল টিম ইন্ডিয়া, ফের অজিদের হার, ভারত জিতল ২০ রানে

Last Updated:

Ind vs Aus T20: সূর্যকুমার যাদবের নেতৃত্বে তুমুল আনন্দের নাচ মাঠেই, রইল ভিডিও

ভারতের সিরিজ জয় Photo- AP
ভারতের সিরিজ জয় Photo- AP
Ind vs Aus T20:  ভারত বনাম অস্ট্রেলিয়া চতুর্থ টি টোয়েন্টিতেই সিরিজ পকেটে পুড়ে নিল ভারতীয় দল৷ প্রথমে ২-০ এগিয়ে গেলেও তৃতীয় টি টোয়েন্টি জিতে সিরিজে ফিরেছিল অস্ট্রেলিয়া৷ রায়পুরে চতুর্থ টি টোয়েন্টিতে অস্ট্রেলিয়া চেষ্টা করেছিল বেশ ভালই , কিন্তু ভারতীয় বোলারদের দারুণ বোলিংয়ে শেষ পর্যন্ত চেষ্টা সব জলে গেল৷ ভারত ২০ রানে জিতল ম্যাচ তার পাশাপাশি ৩-১ জিতে গেল সিরিজ৷
এদিনের খেলায় ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন অক্ষর প্যাটেল৷
advertisement
এদিন অস্ট্রেলিয়া টসে জিতে ভারতকে  প্রথমে ব্যাট করতে পাঠায়৷ প্রথম থেকেই অজি বোলারদের সামনে আজকে খুব বেশি একটা খাপ খুলতে পারেননি৷ ওপেনিং জুটিতে ৫০ রান ওঠে৷ যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড় ২৮ বলে ৩৭ ও ৩২ রান করেন৷ কিন্তু ঋতুরাজ আউট হওয়ার পরপরই শ্রেয়স আইয়ার ৮, সূর্যকুমার যাদব ১ করে প্যাভিলিয়নে ফিরে যান৷
advertisement
ফের খেলার রাশ ধরেন রিঙ্কু সিং ও জিতেশ কুমার৷ রিঙ্কু ফের এদিন ধামাকা ক্রিকেট খেলেন৷ ২৯ বলে ৪৬ রান করেন তিনি৷ তাঁর এদিনের ইনিংস সাজানো ছিল ৪ টি চার ও ২ টি ছয় দিয়ে৷ জিতেশ শর্মাও ১৯ বলে ৩৫ রান করেন৷ তাঁর ইনিংসে ছিল ১ টি চার ও ৩ টি ছয়৷ অজিদের হয়ে বেন  দোয়ারসুইস ৩ টি উইকেট নেন৷ ৯ উইকেটে ১৭৪ রান করে ভারত৷
advertisement
এদিকে রান তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া একেবারে শুরুটা দারুণ ছিল৷  তারা বিনা উইকেটে মাত্র ৩ ওভারেই ৪০ রান করে ফেলে৷ কিন্তু এরপর ভারতীয় বোলাররা নিয়মিত ব্যবধানে নিজেদের কেরামতি দেখাতে শুরু করে৷ ফলে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৪ রানই তুলতে পারে৷ দলের হয়ে সর্বোচ্চ রান করেন অধিনায়ক ম্যাথু ওয়েড তিনি ৩৬ রান করেন৷ এরপরই ছিল ওপেনার ট্র্যাভিস হেডের রান৷
advertisement
ভারতের হয়ে অক্ষর প্যাটেল ৩ উইকেট নেন, ২ উইকেট নেন দীপক চাহার , তবে এদিন ১ টি মাত্র উইকেট পেলেও বল হাতে কার্যকারী বোলিং করেন রবি বিষ্ণোই, তিনি ৪ ওভারে মাত্র ১৭ রান দিয়ে ১ টি উইকেট নেন৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Aus T20: সিরিজ জিতে খুশির তুফানে ভাসল টিম ইন্ডিয়া, ফের অজিদের হার, ভারত জিতল ২০ রানে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement