Ind vs Sl: শ্রীলঙ্কান বোলারদের দাপট, ভারতীয় তারকাদের ছুটল কালঘাম, টাই হল প্রথম ওডিআই

Last Updated:

Ind vs Sl: ৪৪ তম টাই ম্যাচ হল আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে৷

ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম একদিনের ম্যাচে হাফ সেঞ্চুরি রোহিতের -Photo- AP
ভারত বনাম শ্রীলঙ্কা প্রথম একদিনের ম্যাচে হাফ সেঞ্চুরি রোহিতের -Photo- AP
কলম্বো:  ভারতীয় বোলাররা জ্বলওয়া দেখিয়েছিলেন আর ভারতীয় ব্যাটসম্যানদের কার্যত ধুলো চাটিয়ে ছাড়লেন শ্রীলঙ্কান বোলাররা৷ জয়ের জন্যে প্রয়োজনীয় ২৩১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ভারতের তারকাদের কালঘাম ছুটল৷  এবং শেষে ম্যাচ হল টাই৷ ৪৪ তম টাই ম্যাচ হল আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে৷
গম্ভীরের কোচিংয়ের প্রথম একদিনের ম্যাচে টানটান উত্তেজনায় পৌঁছে ৪৭.৫ ওভারে ২৩০ রানে অল আউট হয়ে যায় ভারতীয়দল৷ ফ্লপ শো গম্ভীরের আনা কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের৷
advertisement
advertisement
এদিন ২৩১ তাড়া করতে নেমে শুরুটা মন্দ করেননি দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল৷ ওপেনিং জুটিতে ওঠে ৭৫ রান৷ গিল ১৩ রান করে আউট হলেও রোহিত অর্ধ শতরান পূর্ণ করতে কোনও ভুল করেননি৷ ভারত অধিনায়কের ব্যাট থেকে এল ৫৮ রান৷ তাও মাত্র ৪৭ বলে৷ এদিনের রোহিতের ইনিংস সাজানো ৭ টি চার ও ৩ টি ছক্কা দিয়ে৷
advertisement
এরপর ২৪ রান দলের স্কোরে যোগ করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন বিরাট কোহলি৷ ফ্লপ ওয়াশিংটন সুন্দর৷ দীর্ঘদিন বাদে দলে ফেরা শ্রেয়স আইয়ারের যোগদান ২৩ বলে ২৩ রান৷ রয়েছে ৪ টি চার৷
১৩২ রানে ৫ উইকেট খুইয়ে বসা দলকে ফের শক্ত হাতে ধরেন কেএল রাহুল এবং অক্ষর প্যাটেল৷ কিন্তু এই দুজনও স্কোরকে বড় স্কোরে কনভার্ট করতে পারেননি৷ ৩১ করেন রাহুল ৩৩ রান অক্ষরের৷
advertisement
শ্রীলঙ্কার হয়ে এদিন ওয়ানিন্দু হাসরঙ্গা ৩ টি উইকেট নেন৷ এছাড়াও উইকেট পান , ব্যাটের পর বল হাতেও পারফরম্যান্স ভাল দুনিথ ওয়েল্লালাগের৷ তিনিও ২টি উইকেট পান৷
এদিকে শেষ বেলায় হাসারঙ্গা কুলদীপ যাদব এবং অধিনায়ক আসালঙ্কা অর্শদীপ সিংকে আউট করে ভারতের ম্যাচ জয়ের আশায় সিমেন্ট ঢেলে দেন৷ শেষ মুহূর্তে অর্থাৎ ৪৭ ওভারে নাটকে মোড়া ম্যাচে টাইতেই সন্তুষ্ট থাকতে হয় গৌতম গম্ভীরের টিম ইন্ডিয়াকে৷
advertisement
এদিকে ভারত বনাম শ্রীলঙ্কায় একদিনের ম্যাচের সিরিজে ধামাকা কোনও শুরু করতে পারল না শ্রীলঙ্কা৷ শনিবার কলম্বোতে আয়োজিত প্রথম একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে শ্রীলঙ্কা করল ৮ উইকেটে ২৩০ রান৷ অর্থাৎ ভারতকে জয়ের জন্য করতে হবে ২৩১ রান৷ এদিন দুই শ্রীলঙ্কান ব্যাটসম্যান ছাড়া ভারতীয় বোলারদের বিরুদ্ধে সেভাবে দাগ কাটতে পারেননি কেউই৷
advertisement
ওপেনার পাথুম নিশঙ্কা ৫৬ রান করেন অন্যদিকে স্পিনার দুনিথ ওয়েল্লালাগে দলের হয়ে সর্বাধিক ৬৭ রান করেন৷ এদিনের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা৷ নিশঙ্কা রান পেলেও মাত্র ১ রানেই প্যাভিলিয়নে ফিরে যান অন্য ওপেনার আভিষ্কা ফার্নান্দো৷ এরপর কেউই সেভাবে ব্যাট হাতে দাগ কাটতে পারেননি৷ ১০১ রানের মধ্যে ৫ উইকেট হারায় শ্রীলঙ্কা৷
advertisement
কিন্তু দলের স্কোরকে দায়িত্ব নিয়ে ২০০ পার করানোর দায়িত্ব নেন তরুণ বোলার ওয়েল্লালাগে৷ তিনি ৬৫ বলে ৬৭ রান করেন৷ তাঁর ইনিংস সাজানো ৭ টি চার ও ২ টি ছয় দিয়ে৷
এদিকে অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং ২ টি করে উইকেট নেন৷  এছাড়াও মহম্মদ সিরাজ, শিভম দুবে, কুলদীপ যাদব, ওয়াশিংটন সুন্দর একটি করে উইকেট পান৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Ind vs Sl: শ্রীলঙ্কান বোলারদের দাপট, ভারতীয় তারকাদের ছুটল কালঘাম, টাই হল প্রথম ওডিআই
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement