Team India T20 Captain: সূর্যকুমার যাদবের বদলে কে ভারতের টি-২০ অধিনায়ক? নতুন বছরে বড় চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
After Suryakumar Yadav Who Will Be The Next T20I Captain Of Team India: টি-২০ বিশ্বকাপে সূর্যকুমারের ডেপুটি হিসেবে অক্ষর প্যাটেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। দল ঘোষণার পর থেকেই সূর্যকুমারের ভবিষ্যৎ অধিনায়কত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ খেলতে নামবে। বিসিসিআই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে, যেখানে খারাপ ফর্মের কারণে সহ-অধিনায়ক শুভমন গিল জায়গা পাননি। সূর্যকুমারের ডেপুটি হিসেবে অক্ষর প্যাটেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। দল ঘোষণার পর থেকেই সূর্যকুমারের ভবিষ্যৎ অধিনায়কত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।
advertisement
advertisement
রোহিত শর্মা ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর এই ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর সূর্যকুমারকে অধিনায়ক করা হয়। তাঁর নেতৃত্বে ভারত এখনও পর্যন্ত কোনো টি-টোয়েন্টি সিরিজ হারেনি। ৩৯টি ম্যাচে ভারত জিতেছে ২৮টি, হেরেছে মাত্র ৬টি। তবে ২০২৫ সালে ব্যাট হাতে ধারাবাহিকতা না থাকায় তাঁর নেতৃত্ব ভবিষ্যতে প্রশ্নের মুখে পড়তে পারে।
advertisement
এই দৌড়ে সবচেয়ে এগিয়ে শুভমন গিল। বর্তমানে তিনি দলে না থাকলেও তিনি টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক। বোর্ড ভবিষ্যতে তিন ফরম্যাটে এক অধিনায়কের নীতিতে যেতে চাইলে গিলই হতে পারেন সূর্যকুমারের স্বাভাবিক উত্তরসূরি। দীর্ঘ মেয়াদি পরিকল্পনা হিসেবে গিলকে ফের টি-২০ দলে ফিরিয়ে নেতা করলে অবাক হওয়ার কিছু থাকবে না।
advertisement
অন্যদিকে, শ্রেয়াস আইয়ার অধিনায়কত্বের অভিজ্ঞতায় অনেকটাই এগিয়ে। আইপিএল ২০২৪-এ কেকেআরকে শিরোপা এবং ২০২৫-এ পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার কৃতিত্ব তাঁর। আইপিএল ২০২৫-এ দুর্দান্ত ব্যাটিং ও অধিনায়কত্বের পারফরম্যান্সও তাঁকে শক্তিশালী দাবিদার করে তুলেছে। বর্তমানে চোটের কারণে দলের বাইরে থাকলেও শ্রেয়সও হতে পারেন ভারতের টি-২০ নেতা।
advertisement
অক্ষর প্যাটেলও আলোচনায় রয়েছেন। বর্তমানে তিনি দলের সহ-অধিনায়ক। অভিজ্ঞ অলরাউন্ডার হিসেবে ড্রেসিংরুমে তাঁর গুরুত্ব রয়েছে। বড় টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স তাঁকে ভবিষ্যতের অধিনায়কত্বের দৌড়ে রাখছে। অক্ষর ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।







