ODI World Cup 2023: এশিয়া কাপ জয়ের আনন্দের মাঝেই খারাপ খবর! চিন্তা বাড়ল রোহিত শর্মার

Last Updated:

ODI World Cup 2023: বিশ্বকাপের আগে এশিয়া কাপ জয়।এই সাফল্যে গোটা ভারতীয় দল এখন সেলিব্রেশন মুডে। তবে এরই মধ্যে এল এক খারাপ খবর। যা কিছুটা হলেও চিন্তা বাড়াল রোহিত শর্মা ও ভারতীয় টিম ম্যানেমেন্টের।

রোহত শর্মা
রোহত শর্মা
কলকাতা: একতরফা ম্যাচে শ্রীলঙ্কাকে দুরমুশ করে অষ্টমবার এশিয়া সেরা হয়েছে টিম ইন্ডিয়া। রবিবার কলম্বোতে সিরাজ ঝড়ের সামনে উড়ে যায় লঙ্কান লায়ন্সরা। ১০ উইকেটে ম্যাচ জেতার পর ভারতে ফিরেছে মেন ইন ব্লু-রা। বিশ্বকাপের আগে এই সাফল্যে গোটা ভারতীয় দল এখন সেলিব্রেশন মুডে। তবে এরই মধ্যে এল এক খারাপ খবর। যা কিছুটা হলেও চিন্তা বাড়াল রোহিত শর্মা ও ভারতীয় টিম ম্যানেজমেন্টের।
বিশ্বকাপের আগে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের একদিনের সিরিজ খেলবে ভারত। বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতির মঞ্চ এই সিরিজ। কিন্তু সিরিজের প্রথম দুটি ম্যাচে সম্ভবত পাওয়া যাবে না দলের তারকা অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে। এশিয়া কাপ জয়ের পরই সেই আশঙ্কার কথা শোনা গেল রোহিত শর্মার গলায়। বিশ্বকাপের আগে অক্ষরের চোট নিয়ে যে চিন্তায় রয়েছে টিম ম্যানেজমেন্ট তাও রোহিতের কথায় স্পষ্ট হয়।
advertisement
বাংলাদেশের বিরুদ্ধে সুপার ফোরের শেষ ম্যাচে ব্যাটিংয়ে সময় চোট পান অক্ষর প্যাটেল। ব্যাট করার সময় তাঁর বাঁহাতে বল লাগে। মাঠেই অস্বস্তিতে দেখা যাচ্ছিল তারকা ক্রিকেটারকে। তারপরও দলের স্বার্থে ব্যাটিং চালিয়ে গিয়েছেন। কিন্তু পুরো চিকিৎসার পর জানা যায় অক্ষরের চোট খুব তাড়াতাড়ি সারবে না। কয়েক দিন সময় লাগবে না। সঠিক বলা না গেলেও রোহিত শর্মার ধারণা অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুটি ম্যাচ পাওয় যাবে না অক্ষরকে।
advertisement
advertisement
এশিয়া কাপে চোট সারিয়ে দলে ফিরেছিলেন শ্রেয়স আইয়ার, কেএল রাহুল। আয়ারল্যান্ড সিরিজ থেকে চোট সারিয়ে কামব্যাক করেন জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপ শুরুর সময় মূল দলে কোনও চোট সমস্যা না থাকায় চিন্তামুক্ত ছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কিন্তু এশিয়া কাপ চলাকালীন প্রথমে শ্রেয়স আইয়ারের ফের চোট আর এবার অক্ষর প্যাটেলের চোট। দুজনেই রয়েছেন বিশ্বকাপের দলে। ফলে অধিনায়ক ও কোচের চিন্তা হওয়াটা স্বাভাবিক।
advertisement
প্রসঙ্গত, এশিয়া কাপের ফাইনালে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। কিন্তু সেই সিদ্ধান্ত পুরো বুমেরাং হয়। ১৫.২ ওভারে ৫০ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। মহম্মদ সিরাজ ৬টি, হার্দিক পান্ডিয়া ৩টি ও জসপ্রীত বুমরাহ ১টি উইকেট নেন। রান তাড়া করতে নেমে ৬.১ ওভারে ১০ উইকেট ম্যাচ জিতে নেয় ভারত। ২৭ রান করে শুভমান গিল ও ২৩ রান করে ইশান কিশান অপরাজিত থাকেন। এই নিয়ে অষ্টমবার এশিয়া সেরা হল ভারত।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ODI World Cup 2023: এশিয়া কাপ জয়ের আনন্দের মাঝেই খারাপ খবর! চিন্তা বাড়ল রোহিত শর্মার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement