ভারতীয় দলের 'বাপু' এখন বিবাহিত, নতুন বউয়ের সঙ্গে রোম্যান্টিক ছবি ভাইরাল

Last Updated:
Axar Patel-Meha weeding: ভারতীয় দলে এখন বিয়ের মরশুম। একের পর এক তারকা ক্রিকেটারের বিয়ে।
1/5
ভারতীয় দলের ড্রেসিংরুমে তাঁকে ডাকা হয় বাপু নামে। সেই অক্ষর প্যাটেল বান্ধবী মেহার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন।
ভারতীয় দলের ড্রেসিংরুমে তাঁকে ডাকা হয় বাপু নামে। সেই অক্ষর প্যাটেল বান্ধবী মেহার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন।
advertisement
2/5
বিয়ের জন্য চলতি নিউজিল্যান্ড সিরিজে খেলেননি। বিসিসিআই-এর কাছে আগেই ছুটি চেয়েছিলেন অক্ষর।
বিয়ের জন্য চলতি নিউজিল্যান্ড সিরিজে খেলেননি। বিসিসিআই-এর কাছে আগেই ছুটি চেয়েছিলেন অক্ষর।
advertisement
3/5
জানা যায়, বান্ধবী মেহাকে বহুদিন ধরে চেনেন অক্ষর। মেহার সঙ্গে তাঁর বন্ধু্ত্ব অনেক আগে থেকেই।
জানা যায়, বান্ধবী মেহাকে বহুদিন ধরে চেনেন অক্ষর। মেহার সঙ্গে তাঁর বন্ধু্ত্ব অনেক আগে থেকেই।
advertisement
4/5
অক্ষর ও মেহার সম্পর্কের রসায়ন যে দারুন তা তাঁদের ছবি দেখলেই কিছুটা বোঝা যায়।
অক্ষর ও মেহার সম্পর্কের রসায়ন যে দারুন তা তাঁদের ছবি দেখলেই কিছুটা বোঝা যায়।
advertisement
5/5
অক্ষরের দীর্ঘদিনের বন্ধু জয়দেব উনাদকার বিয়েতে এসেছিলেন। আগেও অক্ষর-মেহার ছবি পোস্ট করেছিলেন তিনি।
অক্ষরের দীর্ঘদিনের বন্ধু জয়দেব উনাদকার বিয়েতে এসেছিলেন। আগেও অক্ষর-মেহার ছবি পোস্ট করেছিলেন তিনি।
advertisement
advertisement
advertisement