IND vs NZ 2nd T20: দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতীয় দলে বড় বদল! সুযোগ পাওয়ার দৌড়ে ২ তারকা! কেমন হবে একাদশ?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs NZ 2nd T20: শুক্রবার ভারত বনাম নিউজিল্যান্ডের ৫ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ। রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের আগে ভারতীয় শিবিরে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে।
শুক্রবার ভারত বনাম নিউজিল্যান্ডের ৫ ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ। রায়পুরের শহিদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচের আগে ভারতীয় শিবিরে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম টি–টোয়েন্টিতে চোট পাওয়ায় সহ-অধিনায়ক অক্ষর প্যাটেলের খেলা অনিশ্চিত হয়ে পড়েছে, ফলে একাদশে পরিবর্তন করতে বাধ্য হতে পারে টিম ম্যানেজমেন্ট।
advertisement
বুধবার প্রথম ম্যাচে নিজের শেষ ওভার বল করার সময় আঙুলে চোট পান অক্ষর প্যাটেল। চোট গুরুতর না হলেও সতর্কতার অংশ হিসেবে তিনি মাঠ ছাড়েন। এখনও বিসিসিআই তার চোটের অবস্থা নিয়ে আনুষ্ঠানিক কোনো আপডেট দেয়নি। তবে সামনে ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ থাকায়, অক্ষর পুরোপুরি ফিট না হলে তাকে বিশ্রাম দেওয়ার দিকেই ঝুঁকতে পারে টিম ম্যানেজমেন্ট।
advertisement
অক্ষরের সম্ভাব্য বিকল্প হিসেবে কুলদীপ যাদবের নামই সবচেয়ে বেশি আলোচনায়। ৫০টি টি–টোয়েন্টিতে ৯০ উইকেট নেওয়া এই চায়নাম্যান স্পিনার ২০২৫ এশিয়া কাপে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটশিকারি ছিলেন। সাত ম্যাচে ১৭ উইকেট নিয়ে দলের সাফল্যে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। তবুও প্রথম টি–টোয়েন্টির একাদশে তাকে না রাখায় ক্রিকেট মহলে বেশ আলোচনা হয়েছিল।
advertisement
advertisement
advertisement








