IND vs AUS : কোহলি, জাদেজা ফিরে গেলেও ব্যাট হাতে লড়ছেন অক্ষর! ৫ উইকেট লায়নের ঝুলিতে
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Virat Kohli out as Axar Patel and Ashwin fighting hard against Australia at Tea on day 2. কোহলি, জাদেজা ফিরে গেলেও ব্যাট হাতে লড়ছেন অক্ষর! ৫ উইকেট লায়নের ঝুলিতে
দিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দিল্লিতে দ্বিতীয় দিনে প্রথম সেশনে পরপর চার উইকেট হারানোর পর দেখার ছিল চা বিরতির আগে পর্যন্ত ভারত কিভাবে লড়াই করে। সেটা পুরোটাই নির্ভর করছিল বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজার ওপর। ধৈর্য দেখিয়ে এগোচ্ছিলেন বিরাট। নিজের ঘরের মাঠে বেশ কিছু দেখার মত শট মারলেন। কিন্তু ঠিক ৫০ করার আগেই আউট হয়ে গেলেন
খুনেম্যানের বলে।
৪৪ করেই থামতে হল বিরাটকে। উইকেটরক্ষক ভরত সুইপ করতে গিয়ে আউট হলেন। পঞ্চম উইকেট নিলেন লায়ন। কিন্তু চা বিরতির আগে এরপর কিছুটা রুখে দাঁড়ালেন অশ্বিন এবং অক্ষর প্যাটেল। বিশেষ করে অক্ষর শুধু ডিফেন্স করলেন না, প্রয়োজনে পাল্টা মারলেন। ৯ নম্বরে এখন তিনি ব্যাট হাতে ভারতের ভরসা বুঝিয়ে দিচ্ছেন অক্ষর। অন্যদিকে আছেন অভিজ্ঞ অশ্বিন।
advertisement
advertisement
Tea on Day 2️⃣ of the second #INDvAUS Test!@akshar2026 (28*) & @ashwinravi99 (11*) help #TeamIndia move to 179/7 👌🏻 We will be back shortly for the final session of the day, with India trailing by 84 runs. Scorecard ▶️ https://t.co/hQpFkyZGW8…@mastercardindia pic.twitter.com/vlWiildfnK
— BCCI (@BCCI) February 18, 2023
advertisement
ভারতের টার্গেট থাকবে আজ দ্বিতীয় দিনের শেষে অলআউট না হওয়া। সম্ভব হলে লিড নিতে না পারলেও অস্ট্রেলিয়ার রানের আরো কাছাকাছি নিজেদের নিয়ে যাওয়া। তবেই দিল্লি টেস্টে অস্ট্রেলিয়াকে কিছুটা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তার জন্য এই দুই ব্যাটসম্যানকে আরও ধৈর্য এবং লড়াই করতে হবে। ভারতের কোচ রাহুল দ্রাবিড় নিশ্চিত ভালো চেষ্টা করবে অস্ট্রেলিয়ার টোটালের যতটা কাছাকাছি যেতে সম্ভব।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 18, 2023 2:26 PM IST