Darjeeling Toy Train: পাহাড়ের বুক চিরে ছুটে চলা ছোট্ট স্টিম ইঞ্জিন, চারপাশে কুয়াশা ও ঘন জঙ্গল, আকাশে ঝিলমিল করা রুপালি চাঁদ, দার্জিলিং হিমালয়ান রেলের এই দৃশ্য যেন ইতিহাসের পাতার এক রাজকীয় অধ্যায় জীবন্ত করে তুলেছে।
হাসপাতাল থেকে শিশু চুরি হয়ে গিয়েছে, অথচ তখন তাকে উদ্ধারের কুল কিনারা করতে পারছিল না পুলিশ। সিসিটিভির বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখেও তেমন আশাপ্রদ কোনও তথ্য মেলেনি। যখন অন্ধকারে হাতড়ানোর মতো অবস্থা তখন শিশুটিকে উদ্ধারে বড় ভূমিকা নিলেন এক মহিলা।