Dengue Death: শিলিগুড়িতে এই মরশুমে ডেঙ্গির প্রথম বলি, প্রাণ হারালেন তরুণ ক্রিকেটার

Last Updated:

Dengue Death: ৩০ বছরের ওই যুবককে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি  হয়েছিলেন। বুধবার সকালে সেখানে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ রয়েছে।

ডেঙ্গীতে মৃত্যু যুবকের
ডেঙ্গীতে মৃত্যু যুবকের
অনির্বাণ রায়, শিলিগুড়ি: শিলিগুড়িতে ডেঙ্গির জেরে মৃত্যু হল এক যুবকের। ৩০ বছরের ওই যুবককে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বুধবার সকালে সেখানে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুর শংসাপত্রে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ রয়েছে।মৃতের নাম বাপ্পা রায়। তিনি শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মুদি দোকান ব্যবসায়ীর পাশাপাশি তিনি ক্রিকেটও খেলতেন। ঝংকার মোড়ের কাছে তাঁর একটি দোকান রয়েছে। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগছিলেন। গত সোমবার খালপাড়ার একটি নার্সিংহোমে তাঁকে ভর্তি করানো হয়। মঙ্গলবার সেখান থেকে তাঁকে উত্তরবঙ্গ মেডিকেলে ভর্তি করা হয়। এদিন সকালে সেখানে মৃত্যু হয় বাপ্পার।
শহরের প্রাক্তন ক্রিকেটার ছিলেন বাপ্পা। সিএবি পরিচালিত বেশ কিছু ক্রিকেট টুর্নামেন্টে অংশও নিয়েছিলেন তিনি। কলকাতার বেশ কিছু ক্লাবের হয়ে খেলেছিলেন। বাপ্পার মৃত্যুতে শোকের ছায়া পরিবার-সহ শহরের ক্রিকেট মহলে। শহরে এই মুহূর্তে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা প্রায় ৪০০। এটি এই বছরে ডেঙ্গিতে প্রথম মৃত্যু। শহরেই প্রথম মৃত্যু হওয়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ উৎকন্ঠা বাড়ছে এলাকা জুড়ে।
advertisement
যদিও পুরসভা এ বিষয়ে সতর্ক রয়েছে। লাগাতার সাফাই অভিযান এবং ডেঙ্গি সচেতনতা বার্তা চালিয়ে যাচ্ছে শিলিগুড়ি পুরনিগম। স্থানীয় কাউন্সিলর লক্ষ্মী পাল জানান, “বাপ্পা আমাদের ওয়ার্ডের একজন তরুণ ক্রিকেটার হিসেবে পরিচিত এক মুখ ছিল। তাকে হারিয়ে ফেলা সত্যি বেদনা জনক। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে হয়তো তাকে বাঁচানো যেত।” ডেঙ্গি আক্রান্ত হবার পরে এই মৃত্যুতে স্বাভাবিকভাবেই উদ্বেগ এবং উৎকণ্ঠায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। যাতে আগামীতে ডেঙ্গি আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা না বাড়ে সেদিকে নজর রয়েছে শিলিগুড়ি পুরনিগমের।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/
Dengue Death: শিলিগুড়িতে এই মরশুমে ডেঙ্গির প্রথম বলি, প্রাণ হারালেন তরুণ ক্রিকেটার
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement