Siliguri| Bangla News|| বিকল বৈদ্যুতিক চুল্লি, শবদেহ দাহের জন্য শিলিগুড়িতে দিনভর হয়রানি

Last Updated:

Electric cremation machine stopped working at siliguri crematorium: বিকল বৈদ্যুতিক চুল্লি! সমস্যায় মৃতের পরিজনেরা। শিলিগুড়ি কিরণচন্দ্র শ্মশানঘাটের দুটি বৈদ্যুতিক চুল্লিই বিকল।

#শিলিগুড়ি: বিকল বৈদ্যুতিক চুল্লি! সমস্যায় মৃতের পরিজনেরা। শিলিগুড়ি কিরণচন্দ্র শ্মশানঘাটের দুটি বৈদ্যুতিক চুল্লিই বিকল। একটি বেশ কয়েক মাস ধরেই খারাপ হয়ে পড়ে রয়েছে। ভরসা ছিল একটি চুল্লির ওপরেই। সেই চুল্লির ওপর চাপ বাড়ছিল। গতকাল রাতে বিকল হয়ে পড়ে সেই চুল্লিটিও। আর তার জেরে সমস্যায় পড়েছেন শ্মশানে মৃতদেহ নিয়ে আসা আত্মীয় পরিজনেরা। কোনওরকম নির্দেশিকা ছাড়াই বন্ধ হয়ে যায় শবদেহ দাহ! এতেই বিপাকে পড়েছেন মৃতের আত্মীয়রা। নান্টু ভৌমিক নামে এক মৃতের আত্মীয়ের অভিযোগ, মৃতদেহ নিয়ে এসে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। অবিলম্বে সংস্কার করতে হবে চুল্লি।
এ ভাবে বিনা নোটিশে চুল্লি বন্ধে সমস্যা বাড়ছে। বিকল্প কোনো ব্যবস্থাও করেনি পুরসভা।শহরের অন্য যেখানে বৈদ্যুতিক চুল্লি রয়েছে, গত বছর থেকে সেই সাহুডাঙি শ্মশানে কোভিড আক্রান্তে মৃতদেহের জন্যে সংরক্ষিত। ফলে সমস্যা আরও বেড়েছে। রামঘাটে দাহ হলেও সেখানে কোনো বৈদ্যুতিক চুল্লি নেই। ফলে দিনভর মৃতদেহ দাহ করা নিয়ে আজ চলে হয়রানি! খবর পেয়ে কিরনচন্দ শ্বশানঘাট পরিদর্শন করে পুরসভার প্রশাসনিক বোর্ডের সদস্য রঞ্জন সরকার বলেন, বাম আমলে গড়ে ওঠা বৈদ্যুতিক চুল্লি সেভাবে কোনওদিন সংস্কার হয়নি।
advertisement
আপাতত দ্রুত গতিতে বিকল চুল্লি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। তার আগে পর্যন্ত কাঠের চুল্লিতে  যারা মৃতদেহ দাহ করবে তাদের পরিবার পিছু দু'হাজার টাকা করে দেবে পুরসভা। আর নতুন চুল্লি তৈরির কাজে হাত দেওয়া হয়েছে। যা তৈরিতে আরও অন্তত ৬ মাস সময় লাগবে। অন্যদিকে, পুরসভার প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য পালটা বলেন, এ ভাবে দোষারোপ অন্যের ঘাড়ে না ঠেলে দিয়ে বর্তমান প্রশাসক মণ্ডলীর সদস্যদের উচিৎ তাদের আমলে যে দুটি নতুন বৈদ্যুতিক চুল্লির অনুমোদন দেওয়া হয়েছিল তার কাজে গতি আনা। কেননা ওই প্রকল্পের জন্যে অর্থও বরাদ্দ করা রয়েছে। অযথা একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে সমস্যা বাড়বে বই কমবে না।
advertisement
advertisement
Partha Sarkar
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri| Bangla News|| বিকল বৈদ্যুতিক চুল্লি, শবদেহ দাহের জন্য শিলিগুড়িতে দিনভর হয়রানি
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement