পুরো নাম: ঋষভ রাজেন্দ্র পন্থ
জন্ম: ৪ অক্টোবর ১৯৯৭
উচ্চতা: ৫ ফুট ৭ ইঞ্চি
জাতীয়তা: ভারতীয়
ক্রীড়াবিদ: বাম-হাতি ব্যাটার, বাম-হাতি উইকেট রক্ষক
পিতা: রাজেন্দ্র পন্থ
মাতা: সরোজ পন্থ
উত্তরাখণ্ডের হরিদ্বারে জন্মেছেন ঋষভ পন্থ। তাঁর একটি বোন রয়েছে, যাঁর নাম সাক্ষী পন্থ। কার্ডিয়াক অ্যারেস্টের কারণে ২০১৭ সালে মৃত্যু হয়েছে ঋষভের বাবার।
কেরিয়ারের সূচনা:
ঋষভ পন্থ হলেন একজন ভারতীয় ক্রিকেটার। প্রাথমিক ভাবে অনূর্ধ্ব-১৪ এবং অনূর্ধ্ব-১৬ স্তরে রাজস্থানের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ঋষভ পন্থ। ২০১৫ সালে ১৮ বছর বয়সে প্রথম শ্রেণীর রঞ্জি ট্রফিতে অভিষেক হয়েছিল ঋষভের। মহারাষ্ট্রের বিরুদ্ধে ট্রিপল শত রান করে বেশ কয়েকটি রেকর্ডও ভেঙেছেন তিনি। রঞ্জি ট্রফিতে তাঁর অসাধারণ প্রতিভা প্রর্দশনের কারণে ২০১৭ সালের ইংল্যান্ড সফরের জন্য ভারতের টি-টোয়েন্টি দলের হয়ে খেলার ডাক পড়ে তাঁর।
উত্থান:
২০১৭ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে অভিষেক ঘটেছিল ঋষভের। টি-টোয়েন্টিআই ম্যাচে অভিষেক হওয়া ভারতের সর্বকনিষ্ঠ খেলোয়াড় ছিলেন তিনি। তখন তাঁর বয়স ছিল ১৯ বছর ১২০ দিন। পরবর্তীতে ওয়াশিংটন সুন্দর ২০১৭ সালে ১৮ বছর ৮০ দিন বয়সে টি-টোয়েন্টিআই খেলে রেকর্ড গড়েন তিনি।
২০১৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে হওয়া সিরিজে ভারতের হয়ে টেস্ট স্কোয়াডে নাম দেওয়া হয়েছিল ঋষভের। ২০১৮ ইংল্যান্ড ক্রিকেট দলের বিরুদ্ধে টেস্ট অভিষেক হয় তাঁর। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে হওয়া সিরিজে ভারতের হয়ে ওডিআই দলে নির্বাচন করা হয় ঋষভকে। ২০১৮ সালেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই অভিষেক হয় তাঁর। ২০১৯ সালে ক্রিকেট বিশ্বকাপে ভারতের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন পন্থ। তাঁকে স্কোয়াডের উদীয়মান তারকা হিসেবে ঘোষণা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বর্তমানে টেস্ট ক্রিকেটে পন্থ একটি অত্যন্ত বড় নাম।
আইপিএল কেরিয়ার:
ঘরোয়া ক্রিকেটে এবং অনূর্ধ্ব-১৯ ম্যাচে পন্থের ব্যাটিং স্টাইল দেখে মুগ্ধ হয়ে যান ভক্তরা। যেখানে অন্যান্য খেলোয়াড়রা আইপিএলে সুযোগ পান না, সেখানে প্রথম অকশনেই তাঁকে নিয়ে রীতিমতো টানাটানি শুরু হয়ে যায়। শেষ অবধি ২০১৬ সালের নিলামে দিল্লি ডেয়ারডেভিলস তাকে ১.৯ কোটি টাকা দিয়ে কিনে নেয়। তাঁর প্রতি সকলের প্রত্যাশা বেড়ে যায় এবং তিনি তাঁর যোগ্যতার প্রমাণ বারবার দিয়েছেন।
যদিও প্রথম সিজন তাঁর খুব একটা ভালো যায়নি। ২০১৭ সালে পন্থ খুবই ভালো পারফর্ম করেছেন। এর পরের সিজনে দিল্লি ফ্র্যাঞ্চাইজি তাঁকে রিটেন করে। এই সিজন তাঁদের খুব ভালো না-কাটলেও পন্থ তাঁর ফর্ম ধরে রেখেছিলেন। এর পর তাঁকে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়। আর আইপিএল পারফরমেন্স দেখেই তাঁকে ভারতীয় দলে সুযোগ দেওয়া হয়।
রেকর্ড: