Rishabh Pant : চোট আর চোট! কেরিয়ার শেষ না হয়ে যায়! আবার গোটা সিরিজ থেকে ছিটকে গেলেন ভারতের তারকা ক্রিকেটার
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Team India : নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ থেকে ছিটকেই গেলেন পন্থ। তাঁর পরিবর্তে ধ্রুব জুরেলকে দ্বিতীয় উইকেটকিপার হিসেবে দলে নিল টিম ইন্ডিয়া।
advertisement
advertisement
advertisement
advertisement
বরোদার কোটাম্বি স্টেডিয়ামে এই প্রথম কোনও আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচ হবে। এই ম্যাচ আজ। তার আগে শনিবার থ্রোডাউন অনুশীলন করছিলেন পন্থ। তখনই আচমকাই একটি বল লাফিয়ে উঠে তাঁর কোমরের একটু উপরে সজোরে লাগে। যন্ত্রণায় কাতরাতে থাকেন তিনি। হেড কোচ গৌতম গম্ভীর-সহ বাকি সাপোর্ট স্টাফ ছুটে আসেন। পরে জানা যায় পন্থের চোট বেশ গুরুতর।
advertisement






