IND vs ENG: রাতারাতি বড় পরিবর্তন ভারতীয় দলে, ম্যাঞ্চেস্টার টেস্ট শেষ হতেই বড় সিদ্ধান্ত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ENG: ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র হওয়ার পর আর কোনও দেরি করল না ভারতীয় দল। রাতারাতি দলে বড়সড় দল করে ফেলল টিম ম্যানেজমেন্ট।
প্রথমে শুভমান গিল ও কেএল রাহুল, পরে রবীন্দ্র জাদেজা এবং ওয়াশিংটন সুন্দর, চার ক্রিকেটারের হার মানা লড়াইয়ে হারতে বসা ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র করেছে ভারত। যার ফলে সিরিজে এখনও জীবিত রয়েছে টিম ইন্ডিয়া। ওভালে শেষ টেস্টে ভারতের সামনে থাকছে ম্যাচ জিতে সিরিজ ড্র করার সুযোগ। বর্তমানে সিরিজে ইংল্যান্ড ২-১ ব্যবধানে এগিয়ে।
কিন্তু ম্যাঞ্চেস্টার টেস্ট ড্র হওয়ার পর আর কোনও দেরি করল না ভারতীয় দল। রাতারাতি দলে বড়সড় দল করে ফেলল টিম ম্যানেজমেন্ট। পা ভেঙে যাওয়ার কারণে শেষ টেস্ট থেকে ছিটকে গিয়েছেন তার9কা উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ। ফলে, বিসিসিআইকে রাতারাতি তড়িঘড়ি করে স্কোয়াডে পরিবর্তন আনতে হয়েছে। পঞ্চম টেস্ট ৩১ জুলাই থেকে লন্ডনের কেনিংটন ওভালে খেলা হবে।
advertisement
ঋষভ পন্থ ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট চলাকালীন ডান পায়ে চোট পান। তাঁকে সিরিজের শেষ টেস্ট ম্যাচ থেকে বাদ দেওয়া হয়েছে। বিসিসিআই-এর সচিব দেবজিত সাইকিয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘বিসিসিআই-এর মেডিকেল টিম তাঁর আরোগ্য লাভের প্রক্রিয়ার উপর নজর রাখবে এবং দল তাঁর দ্রুত আরোগ্য কামনা করে।’’
advertisement
২৭ বছর বয়সী পন্ত চতুর্থ টেস্টের প্রথম দিন ৩৭ রান করে রিটায়ার্ড হার্ট হন। ইংল্যান্ডের পেসার ক্রিস ওক্সের বলে রিভার্স সুইপ খেলতে গিয়ে তাঁর ডান পায়ে চোট লাগে। এরপর তাঁকে স্ক্যানের জন্য পাঠানো হয়। জানা যা ফ্র্যাকচার হয়েছে। তবে,শার্দুল ঠাকুরের উইকেট পড়ার পর ভারত যখন ৩১৪/৬ স্কোরে ছিল, তখন পন্থ ফের ব্যাট করতে নামেন এবং দুর্দান্ত অর্ধশতরান সম্পন্ন করেন।
advertisement
পঞ্চম টেস্টের স্কোয়াডে ঋষভ পন্থের জায়গায় সুযোগ দেওয়া হয়েছে এন জগদীশানকে। যেই জল্পনা বেশ কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল। রবিবার কোচ গৌতম গম্ভীর নিশ্চিত করেছেন যে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের বাকি ম্যাচ থেকে ছিটকে গেছেন। তার বদলি হিসেবে তামিলনাড়ুর উইকেটরক্ষক-ব্যাটসম্যান এবং চেন্নাই সুপার কিংস ও কেকেআরের প্রাক্তন ব্যাটসম্যান নারায়ণ জগদীশনকে ডাকা হয়েছে।
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: ম্যাঞ্চেস্টার টেস্টে ‘অতি জঘন্য’ কাজ করতে গিয়ে ধরা পড়লেন স্টোকস! তারপর যা ঘটল…
পঞ্চম টেস্টের জন্য ভারতের স্কোয়াড: শুভমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, আকাশদীপ, কুলদীপ যাদব, অংশুল কাম্বোজ, অর্শদীপ সিং ও এন.জগদীশন (উইকেটকিপার)।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 28, 2025 9:17 AM IST