এশিয়া কাপের মাঝেই ভারতীয় দলে ধাক্কা! সামনে গুরুত্বপূর্ণ একাধিক ম্যাচে খেলবেন না মহাতারকা! বড় আপডেট

Last Updated:

Team India: এশিয়া কাপের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজি ও অস্ট্রেলিয়া সফরে টি-২০ এবং ওডিআই সিরিজ রয়েছে। তার আগে বড়সড় ধাক্কা খেতে হতে পারে টিম ইন্ডিয়াকে।

News18
News18
এশিয়া কাপের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজি ও অস্ট্রেলিয়া সফরে টি-২০ এবং ওডিআই সিরিজ রয়েছে। তার আগে বড়সড় ধাক্কা খেতে হতে পারে টিম ইন্ডিয়াকে। এই দুই সফরেই দলের একমহাতারকাকে ছা্ড়াই খেলতে হতে পারে ভারতীয় দলকে। বিশেষ করে টেস্ট ক্রিকেটে তার অভাব ভোগাতে পারে দলকে।
গত ২৩ জুলাই ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের প্রথম দিনে ক্রিস ওকসের একটি বল রিভার্স সুইপ করতে গিয়ে তিনি পায়ে চোট পান ঋষভ পন্থ। এরপর থেকে চিকিৎসাধীন রয়েছেন তিনি। সম্প্রতি দৈনিক জাগরণ-এ প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, পন্থের সেরে উঠতে আরও তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে। ফলে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ এবং এরপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের জন্য তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
advertisement
এশিয়া কাপ ২০২৫ শেষ হওয়ার পর ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অক্টোবরের প্রথম দুই সপ্তাহে দুটি টেস্ট ম্যাচ খেলবে। এরপর ভারতীয় দল অস্ট্রেলিয়া সফরে যাবে। এই সফরে তারা সাদা বলের দুই ফর্ম্যাটে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। এই সিরিজগুলি ২০২৫ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের প্রস্তুতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পন্থের না থাকা তাই দলের ব্যাটিং ও কিপিং বিভাগের জন্য বড় ধাক্কা।
advertisement
advertisement
নভেম্বরে ভারতের ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। ধারণা করা হচ্ছে, পন্থ এই সিরিজ থেকে আবার জাতীয় দলে প্রত্যাবর্তন করতে পারেন। ইডেন গার্ডেন্সে ১৪–১৮ নভেম্বর প্রথম টেস্ট এবং গুয়াহাটির বরসাপাড়ায় ২২–২৬ নভেম্বর দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে।
advertisement
ঋষভ পন্থের অনুপস্থিতিতে, ধ্রুব জুরেলকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে ভারতের প্রথম উইকেটকিপার হিসেবে দলে রাখা হতে পারে। তবে তাঁর ব্যাকআপ কে হবেন, তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। পন্থের অনুপস্থিতে তরুণ জুরেলের সামনে নিজেকে প্রমাণ করার বড় সুযোগ পেতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
এশিয়া কাপের মাঝেই ভারতীয় দলে ধাক্কা! সামনে গুরুত্বপূর্ণ একাধিক ম্যাচে খেলবেন না মহাতারকা! বড় আপডেট
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement