Pant On Taking Over From Gill: পন্থ হাঁটবেন আলাদা পথে! গিলের থেকে দায়িত্ব পাওয়ার পরেই ধোঁয়াশা রেখে দিলেন দ্বিতীয় টেস্টে কোন ব্লু প্রিন্টে কাজ করবে টিম ইন্ডিয়া এই প্রশ্নে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Pant On Taking Over From Gill: ঋষভ পন্থ ব্যাট হাতে যেরকম ধামাকা খেলেন, অধিনায়কের দায়িত্ব পাওয়ার পরেই সেই একই ‘ধামাকা’ ভাষায় বললেন কথা
কলকাতা: খেলছেন না শুভমান গিল সরকারিভাবে ঘোষণার পরেই ঋষভ পন্থকে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টেস্টের জন্য অধিনায়ক নির্বাচিত করা হয়েছে৷ শুক্রবার ঋষভ পন্থ স্বীকার করেছেন যে একটা টেস্টে নেতৃত্ব দেওয়া "সেরা পরিস্থিতি" নয়, তবে তিনি দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার চ্যালেঞ্জ নিয়ে খুব বেশি চিন্তিত নন। শনিবার থেকে শুরু হবে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্ট ম্যাচ৷ ইনজুরির কারণে নিয়মিত অধিনায়ক শুভমান গিলকে দল থেকে বাদ যাওয়ার পর পন্থকে অধিনায়ক নিযুক্ত করা হয়েছে।
advertisement
advertisement
তিনি আরও বলেন, "(আমি) অতিরিক্ত চিন্তা করতে চাই না। আমাদের প্রথম টেস্টটি কঠিন ছিল এবং টেস্টটি জিততে যা যা করা দরকার তা আমাদের করতে হবে৷" ইডেন গার্ডেন্সে তাঁদের স্মরণীয় জয়ের পর দক্ষিণ আফ্রিকা দুই টেস্ট ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে৷ সেই টেস্টেই প্রথম ইনিংসে ব্যাট করার সময় গিল ঘাড়ে ব্যথা পান এবং হাসপাতালে ভর্তি হন।
advertisement
advertisement
advertisement
