IND vs SA: মাঠে রেগে লাল পন্থ! কুলদীপকে দিলেন ধমক! কী ঘটল গুয়াহাটিতে? রইল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs SA 2nd Test: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় দলের অস্থায়ী অধিনায়ক ঋষভ পন্থকে বেশ ক্ষুব্ধ দেখা যায় নিজের বোলারদের প্রতি।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটিতে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনে ভারতীয় দলের অস্থায়ী অধিনায়ক ঋষভ পন্থকে বেশ ক্ষুব্ধ দেখা যায় নিজের বোলারদের প্রতি। বিশেষ করে স্পিনার কুলদীপ যাদবকে তিনি একাধিকবার সতর্ক করেন ওভারগুলির মাঝখানে দেরি করার জন্য। ম্যাচের প্রথম সেশনেই পন্থ কুলদীপকে জানান যে তিনি ৬০ সেকেন্ড নিয়ম ভঙ্গের জন্য দু’বার সতর্ক করেছেন এবং আর কোনো ভুল সহ্য করা হবে না বলেও জানান।
আইসিসি-র নিয়ম অনুযায়ী, একটি ওভার শেষ হওয়ার ৬০ সেকেন্ডের মধ্যে পরের ওভার শুরু করতে না পারলে আম্পায়ার দুইবার সতর্ক করতে পারেন, এবং তৃতীয়বারে দলকে পাঁচ রান পেনাল্টি ভোগ করতে হয়। টেস্ট ক্রিকেটের স্লো ওভার রেট কমানোর লক্ষ্যে এই নিয়ম কার্যকর করা হয়েছে। কুলদীপ ছাড়াও দ্বিতীয় সেশনে ওয়াশিংটন সুন্দরও ওভার শুরু করতে দেরি করায় অধিনায়কের অসন্তোষের শিকার হন। পন্থের এই তৎপরতা দলকে নিয়ম মেনে চলতে উৎসাহিত করারই ইঙ্গিত দেয়।
advertisement
ম্যাচের দ্বিতীয় দিনের শুরুটা অবশ্য ভারতের জন্য হতাশাজনক ছিল। দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার সেনুরান মুথুসামি এবং কাইল ভেরেন্নে ভারতের বোলারদের দারুণভাবে খেলেন। তাদের ৮৮ রানের সপ্তম উইকেট জুটি সকালে ভারতকে কোনো সাফল্য পেতে দেয়নি। ভেরেন্নে ৪৫ রানে স্টাম্পড হয়ে ফেরেন, কিন্তু মুথুসামি লড়াই চালিয়ে শতরান পূর্ণ করেন এবং দলকে ভাল জায়গায় পৌছে দেন। হাফ সেঞ্চুরি করেন মার্কো জানসেনও।
advertisement
advertisement
What’s going to be a good score for #TeamIndia to chase in the 1st innings? 💬#CheteshwarPujara backs the batters to score big in Guwahati! 🏟#INDvSA 2nd Test, Day 2 LIVE NOW 👉 https://t.co/J8u4bmcZud pic.twitter.com/vGjwWPopSm
— Star Sports (@StarSportsIndia) November 23, 2025
advertisement
এর আগে দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং উইকেটও তাদের সহায়তা করে। ওপেনার এডেন মার্করাম ও রায়ান রিকেলটনের ৮২ রানের জুটি দলকে শক্ত ভিত দেয়। যদিও ভারত দ্রুত কয়েকটি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরেছিল, তবুও প্রোটিয়াদের বেশিরভাগ ব্যাটারই ছোট ছোট ইনিংস খেলতে সক্ষম হন, যা দলকে বড় স্কোরের দিকে নিয়ে যায়।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 23, 2025 1:32 PM IST

