সেই পুরনো দিন ফিরে এল ঋষভ পন্থের জীবনে! আবার সেই পুরনো 'সঙ্গী'কে সঙ্গে নিয়ে চলতে হবে!

Last Updated:

Rishabh Pant- মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা, মারাত্মক চোট। সেই পর্ব কাটিয়ে আবার মাঠে ফিরেছেন পন্থ। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার ঋষভ পন্ত আবার তাঁর সাহসিকতা ও লড়াইয়ের মানসিকতা নিয়ে সেরে ওঠার প্রস্তুতি শুরু করলেন।

News18
News18
লন্ডন : দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। তার মাঝেই এমন দুর্ঘটনা! আবার পুরনো দিনের কথা মনে পড়ে গেল ঋষভ পন্থের!
মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনা, মারাত্মক চোট। সেই পর্ব কাটিয়ে আবার মাঠে ফিরেছেন পন্থ। টিম ইন্ডিয়ার তারকা ব্যাটার ঋষভ পন্ত আবার তাঁর সাহসিকতা ও লড়াইয়ের মানসিকতা নিয়ে সেরে ওঠার প্রস্তুতি শুরু করলেন। ম্যাঞ্চেস্টার টেস্টে তিনি পায়ে গুরুতর চোট নিয়েও মাঠে নেমেছিলেন। তাঁর পায়ে ফ্র্যাকচার ছিল, তীব্র ব্যথা সত্ত্বেও তিনি ব্যাট করতে নামেন
advertisement
ম্যাচ চলাকালীন ঋষভের পায়ে আঘাত লাগে। পরে স্ক্যান করে দেখা যায়, সেখানে ফ্র্যাকচার হয়েছে।এখন তিনি ক্রাচে ভর দিয়ে হাঁটছেন। চলতি টেস্ট সিরিজে আর খেলবেন না তিনি।
advertisement
ম্যাচের পর ঋষভ ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্ট করে লেখেন, “প্রতিটি লড়াই ভেঙে ফেলে না, কিছু লড়াই আরও শক্তিশালী করে তোলে। এটা আমার জন্য আরেকটা ধাপমাত্র। আমি ফিরে আসব, আগের থেকেও ভাল হয়ে।”
advertisement
আরও পড়ুন- পঞ্চম টেস্টে ভারতীয় দল থেকে বাদ ৪ তারকা! একাদশে কারা পাচ্ছে সুযোগ? সবথেকে বড় চমক!
ঋষভ পন্থ চোট পান ভারতের প্রথম ইনিংস চলাকালীন। ক্রিস ওকস-এর একটি বল সোজা গিয়ে লাগে তাঁর পায়ে, যার ফলে রক্তপাতও হয়।  চোট এতটাই গুরুতর ছিল যে পন্থের চলাফেরা করাও কষ্টকর হয়ে পড়ে। তবুও তিনি ব্যাটিং করেন। ব্যথা সহ্য করে মাঠে নেমে একটি দুর্দান্ত অর্ধশতক করেন।
advertisement
পন্থ আরও লেখেন, “আমি যাঁদের কাছ থেকে ভালবাসা ও শুভকামনা পেয়েছি, তাঁদের প্রতি কৃতজ্ঞ। এটা আমার জন্য সত্যিই এক বিশাল শক্তির উৎস।আমার পায়ের ফ্র্যাকচার সেরে উঠলেই আমি ধীরে ধীরে রিহ্যাব প্রক্রিয়ায় ঢুকে পড়ব। ধৈর্য ধরব, নিয়ম মেনে চলব এবং আমার ১০০% দেওয়ার চেষ্টা করব। দেশের হয়ে খেলা সবসময়ই আমার জীবনের সবচেয়ে গর্বের মুহূর্ত ছিল। আমি সেই কাজটা আবার করতে মুখিয়ে আছি।”
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
সেই পুরনো দিন ফিরে এল ঋষভ পন্থের জীবনে! আবার সেই পুরনো 'সঙ্গী'কে সঙ্গে নিয়ে চলতে হবে!
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement