কে থাকছে দলে আর কে পড়ছে বাদ? এশিয়া কাপে ভারতীয় দলে মহাচমক! জেনে নিন বিস্তারিত
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Team India Probable Squad For Asia Cup 2025: ইংল্য়ান্ড সফরের পর বর্তমানে ছুটিতে রয়েছে ভারতীয় দল। খুল শীঘ্রই ঘোষণা করা হবে এশিয়া কাপে ভারতীয় দলের স্কোয়াড। সেখানে বড়সড় চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ ২০২৫। টি-২০ ফর্ম্য়াটে হবে এবারের প্রতিযোগিতা। ১০ সেপ্টেম্বর আরব আমিরশাহির বিরুদ্ধে ম্য়াচ দিয়ে অভিযান শুরু করবে টিম ইন্ডিয়া। ১৪ তারিখ গ্রুপ পর্বে পাকিস্তানের বিরুদ্ধে মহারণ। ইংল্য়ান্ড সফরের পর বর্তমানে ছুটিতে রয়েছে ভারতীয় দল। খুল শীঘ্রই ঘোষণা করা হবে এশিয়া কাপে ভারতীয় দলের স্কোয়াড। সেখানে বড়সড় চমক থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
এশিয়া কাপ থেকেই ২০২৬ টি২০ বিশ্বকাপের প্রস্তুতি শুরু করবে ভারত। এশিয়া কাপের ভারতীয় দলের স্কোয়াড নিয়ে চলছে জোর জল্পনা। এই টুর্নামেন্টে জসপ্রীত বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে। অন্যদিকে শ্রেয়াস আইয়ারের প্রত্যাবর্তন হতে পারে বলেও মনে করা হচ্ছে। ঋষভ পন্থের খেলা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে, কারণ তিনি চোটের কারণে ইংল্যান্ডে টেস্ট সিরিজের মাঝপথে ছিটকে গিয়েছিলেন।
advertisement
সূর্যকুমার যাদব বর্তমানে রিহ্যাব প্রক্রিয়ার মধ্যে আছেন। তার অধিনায়কত্ব করার সম্ভাবনা রয়েছে। শ্রেয়াস আইয়ারের এশিয়া কাপে প্রত্যাবর্তন হতে পারে, যিনি দীর্ঘদিন ধরে টিম ইন্ডিয়ার টি-২০ দলের বাইরে ছিলেন। গত ঘরোয়া মরশুমে এবং আইপিএলে তার পারফরম্যান্স ছিল দুর্দান্ত। সাই সুদর্শন, যশস্বী জয়সওয়াল ও শুভমান গিলরা সুযোগ পেতে পারেন স্কোয়াডে। জসপ্রীত বুমরাহকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিশ্রাম দেওয়া হতে পারে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ঐতিহাসিক সিদ্ধান্ত! লোকসভায় পাশ স্পোর্টস বিল, এবার বিসিসিআইকে নিয়ন্ত্রণ করবে কেন্দ্রীয় সরকার!
ভারতের সম্ভাব্য এশিয়া কাপ ২০২৫ দল: অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), যশস্বী জয়সওয়াল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, শিবম দুবে, রিয়ান পরাগ, জিতেশ শর্মা (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, হর্ষিত রানা, প্রসিদ্ধ কৃষ্ণ।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 11, 2025 8:34 PM IST