IND vs NZ: গম্ভীরের আমলে এবার বাদ আরও এক মহাতারকা! নিউজিল্যান্ড সিরিজেই বড় বদল? নতুন বছরে বিরাট চমক!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs New Zealand ODI Series: বিসিসিআই নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলে বড় পরিবর্তনের পথে হাঁটতে চলেছে।
নতুন বছরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ওডিআই ও টি-২০ সিরিজ খেলবে ভারত। ১১ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে ওডিআই সিরিজ। সিরিজের প্রথম ম্যাচ ১১ জানুয়ারি বরোদায় অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ওয়ানডে ১৪ জানুয়ারি রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে এবং তৃতীয় ও শেষ ম্যাচ ১৮ জানুয়ারি ইন্দোরের হোলকার স্টেডিয়ামে খেলা হবে।
advertisement
advertisement
বর্তমানে বিজয় হাজারে ট্রফি ২০২৫-২৬-এ দিল্লির নেতৃত্ব দিচ্ছেন ঋষভ পন্থ। তবে সাম্প্রতিক সময়ে ওয়ানডে দলে তার অবস্থান বেশ অনিশ্চিত। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সাম্প্রতিক তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি ভারতের দ্বিতীয় পছন্দের উইকেটকিপার ছিলেন, কিন্তু একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি। পন্থ শেষবার ভারতের হয়ে ওয়ানডে খেলেছিলেন ২০২৪ সালের ৭ আগস্ট শ্রীলঙ্কার বিরুদ্ধে।
advertisement
advertisement
advertisement








