<h3><strong>অজিঙ্কা রাহানে: জীবন, সাফল্য, কেরিয়ার এক ঝলকে!</strong></h3>
<p><strong>পুরো নাম : </strong><span style="font-weight: 400;">অজিঙ্কা মধুকর রাহানে</span></p>
<p><strong>জন্ম : </strong><span style="font-weight: 400;">৫ জুন ১৯৮৮</span></p>
<p><strong>উচ্চতা : </strong><span style="font-weight: 400;">৫ ফুট ৬ ইঞ্চি (১.৬৮ মিটার)</span></p>
<p><strong>জাতীয়তা : </strong><span style="font-weight: 400;">ভারতীয়</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>ক্রীড়াবিদ</strong> : </span><span style="font-weight: 400;">ডানহাতি ব্যাটসম্যান, ডানহাতি মিডিয়াম ফাস্ট বোলার </span></p>
<h3><strong>পরিবার</strong></h3>
<p><span style="font-weight: 400;"><strong>পিতা</strong>: মধুকর বাবুরাও রাহানে</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>মাতা</strong>: সুজাতা রাহানে</span></p>
<p><span style="font-weight: 400;"><strong>স্ত্রী</strong>: রাধিকা ধোপাভকর</span></p>
<h3><strong>ব্যক্তিগত জীবন</strong></h3>
<p><span style="font-weight: 400;">অজিঙ্কা রাহানে জন্মগ্রহণ করেন আহমেদনগরে। তাঁর একটি ছোট ভাই রয়েছে, যাঁর নাম শশাঙ্ক রাহানে এবং একটি ছোট বোন রয়েছে, যাঁর নাম অপূর্বা রাহানে। অজিঙ্কা রাহানে তাঁর প্রেমিকা রাধিকা ধোপাভকারের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ২০১৪ সালে।</span></p>
<h3><strong>কেরিয়ারের সূচনা</strong></h3>
<p><span style="font-weight: 400;">অজিঙ্কা রাহানে হলেন একজন ভারতীয় ক্রিকেটার। ৭ বছর বয়সে রাহানের বাবা তাঁকে ডম্বিবলির একটি কোচিং ক্যাম্পে নিয়ে যান, তখন থেকেই ক্রিকেট খেলা শুরু করেন তিনি। ১৭ বছর বয়সে প্রবীণ আমরের কাছে কোচিং নিয়েছেন তিনি। করাচিতে মোহাম্মদ নিসার ট্রফিতে খেলার জন্য নির্বাচিত হওয়ার আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের হয়ে অনুর্ধ্ব ১৯ ম্যাচ খেলেন তিনি। ২০০৭ সালে ১৯ বছর বয়সে করাচি আরবানের বিপক্ষে খেলার সময় মুম্বইয়ের হয়ে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এছাড়া ২০০৭-০৮ মরসুমে মুম্বইয়ের হয়ে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় অজিঙ্কা রাহানের।</span></p>
<p><strong>উত্থান</strong></p>
<p><span style="font-weight: 400;">২০১৪ সালে আজিঙ্কা রাহানে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক টেস্ট খেলেন। লর্ডসের মাটিতে তাঁর অভিষেক ম্যাচেই তিনি সেঞ্চুরি করেন। রাহানের এই সেঞ্চুরির জন্য ভারত সিরিজে জয় লাভ করে। </span></p>
<p><span style="font-weight: 400;">চেস্টার-লে-স্ট্রিটে ইংল্যান্ডের বিরুদ্ধে রাহানের ওডিআই অভিষেক হয় যেখানে তিনি ৯০ স্ট্রাইক রেটে ৪০ রান করেছিলেন। এই সিরিজে তিনি খুব ভালো পারফরমেন্স করেছিলেন এবং পরবর্তী সিরিজে তাঁর কেরিয়েরে প্রথম ওডিআই হাফ সেঞ্চুরি করেছিলেন। </span></p>
<p><span style="font-weight: 400;">আন্তর্জাতিক টি২০ ফরম্যাটে তাঁর প্রথম অভিষেক হয় ২০১১ সালে। প্রথম ম্যাচেই স্টুয়ার্ট ব্রড, গ্রায়েম সোয়ান এবং টিম ব্রেসনানের মতো বোলারদের বিরুদ্ধে তিনি ৪৯ বলে ৬১ রান করেন। </span></p>
<h3><strong>অধিনায়কত্ব</strong></h3>
<p><span style="font-weight: 400;">একের পর এক সাফল্যের নিরিখে ২০১৫ সালে জিম্বাবোয়ে সফরের জন্য রাহানাকে ওডিআই এবং টি-টোয়েন্টির অধিনায়ক হিসাবে নিযুক্ত করা হয়। ২০১৭ সালে বিরাট কোহলি আহত হওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ টেস্টে তিনি ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব দেন। ভারত সেই ম্যাচে আট উইকেটে জয়লাভ বর্ডার-গাভাস্কার ট্রফি জয় করে।</span></p>
<h3><span style="font-weight: 400;">ক্লাব ক্রিকেট</span></h3>
<p><span style="font-weight: 400;">প্রাথমিক বছরগুলিতে, অজিঙ্কা রাহানে আইপিএলে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলেছিলেন। পরবর্তী সময়ে আইপিএলে রাজস্থান রয়্যালস এবং রাইজিং পুণে সুপারজায়ান্টের হয়েও খেলেছেন তিনি। </span></p>
<p><strong>রেকর্ড</strong></p>
<p><span style="font-weight: 400;">টেস্ট ক্রিকেটে প্রতিটি ইনিংসে সেঞ্চুরি করা পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান।</span></p>
<p><span style="font-weight: 400;">টেস্ট ম্যাচে নন-উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ সংখ্যক ক্যাচ।</span></p>
<p><span style="font-weight: 400;">অধিনায়ক হিসেবে প্রথম টেস্ট ম্যাচ জয়ী নবম ভারতীয় খেলোয়াড়।</span></p>
<p><span style="font-weight: 400;">কাউন্টি অভিষেকে পীযূষ চাওলা এবং মুরালি বিজয়ের পর সেঞ্চুরি করা তৃতীয় ভারতীয় ব্যাটসম্যান।</span></p>
<p><span style="font-weight: 400;">বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে হয়েছেন প্রথম ভারতীয় ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’।</span></p>
<p><span style="font-weight: 400;">বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় যিনি সেঞ্চুরি করেছেন।</span></p>
<h3><strong>পুরস্কার</strong></h3>
<p><span style="font-weight: 400;">২০০৬-০৭-এ সেরা অনূর্ধ্ব-১৯ ক্রিকেটারের জন্য জিতেছেন এম এ চিদাম্বরম ট্রফি।</span></p>
<p><span style="font-weight: 400;">২০১৩ সালে Cricinfo CLT20 XI-এ নাম দেওয়া হয় তাঁর।</span></p>
<p><span style="font-weight: 400;">২০১৪-১৫ সালের CEAT ভারতীয় বর্ষসেরা ক্রিকেটার।</span></p>
<p><span style="font-weight: 400;">২০১৫ সালেও Cricinfo IPL XI-এ নাম ছিল তাঁর।</span></p>
আরো দেখুন …