KKR News: গুজরাত ম্যাচ হারের পর বড় কথা বলে দিলেন কেকেআর অধিনায়ক!কী জানালেন রাহানে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: পঞ্জাবের বিরুদ্ধে ১১২ রানের টার্গেট তাড়া করতে পারেমি কেকেআর। ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধেও ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৯ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে কেকেআরকে।
advertisement
1/5

পঞ্জাবের বিরুদ্ধে ১১২ রানের টার্গেট তাড়া করতে পারেমি কেকেআর। ঘরের মাঠে গুজরাতের বিরুদ্ধেও ১৯৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩৯ রানের বড় ব্যবধানে হারতে হয়েছে কেকেআরকে।
advertisement
2/5
৮ ম্যাচের মধ্যে মাত্র ৩টি জয় পেয়েছে নাইটরা। এহেন পরিস্থিতিতে দলের পারফরম্যান্স নিয়ে উঠছে নানা প্রশ্ন। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারের পর দলের ভুল-ত্রুটি নিয়ে বড় কথা বলে দিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানে।
advertisement
3/5
ম্যাচ শেষে হারের জন্য ব্যাটারদের ঘাড়েই দোষ চাপালেন রাহানে। তিনি বলেন,"১৯৯ রান তাড়া করতে গেলে শুরুটা ভাল করা দরকার ছিল। কিন্তু আমাদের ওপেনিং ভাল হচ্ছে না। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ভুল থেকে শিক্ষা নিতে হবে।"
advertisement
4/5
দলের মিডল অর্ডারের লাগাতার ব্যর্থতা নিয়েও মুখ খুলেছেন রাহানে। বলেছেন,"এই উইকেটে ১৯৯ রান তাড়া করা সম্ভব।মিডল অর্ডারে আমাদের দলে ভাল ব্যাটার রয়েছে। কিন্তু তারা রান পাচ্ছে না। শট নির্বাচনে ভুল করে ফেলছি। ভুল থেকে শিক্ষা নিতে পারছি না আমরা।"
advertisement
5/5
এছাড়া দসের ফিল্ডিংয়ের আরও উন্নতি দরকার বলেও জানিয়েছেন কেকেআর অধিনায়ক। ব্যাটিং-ফিল্ডিং নিয়ে সমালোচনা করলেও দলের বোলারদের পাশে দাঁড়িয়েছেন রাহানে। তবে কীভাবে ঘুড়ে দাঁড়াবে তার দল, সেই বিষয়ে কিছু বলেননি নাইট সেনাপতি।