TRENDING:

Ajinkya Rahane: আইপিএলের পরই দল ছাড়লেন রাহানে! ঠিক হয়ে গিয়েছে নতুন অধিনায়ক

Last Updated:
Ajinkya Rahane: এবার আইপিএলে হতাশাজনক পারফরম্যান্স করেছে কেকেআর। দল খারাপ খেললেও ব্যাটিংয়ে ভাল পারফরম্যান্স করেছেন অধিনায়ক অজিঙ্কে রাহানে। এবার বড় সিদ্ধান্ত নিলেন জিঙ্কস।
advertisement
1/5
Ajinkya Rahane: আইপিএলের পরই দল ছাড়লেন রাহানে! ঠিক হয়ে গিয়েছে নতুন অধিনায়ক
দীর্ঘ দু’মাসের উত্তেজনাপূর্ণ লড়াইয়ের পর শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম আসর। এ বারের আসরে ইতিহাস সৃষ্টি করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথমবার আইপিএলের ট্রফি জিতে চ্যাম্পিয়ন হয়েছে তারা। গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অবশ্য এ বার প্লে-অফে ওঠাই পারেনি, যদিও দলের মধ্যে বেশ কিছু ইতিবাচক দিক লক্ষ করা গিয়েছে।
advertisement
2/5
কেকেআরের হয়ে তরুণ ব্যাটার অংকৃষ রঘুবংশী অসাধারণ পারফরম্যান্স করেছেন। তার ব্যাটে ভর করে বেশ কিছু ম্যাচে লড়াইয়ে থেকেছে কেকেআর। পাশাপাশি, দলের অভিজ্ঞ ব্যাটার এবং অধিনায়ক অজিঙ্ক রাহানে নিজেও ব্যাট হাতে ধারাবাহিকভাবে ভালো খেলেছেন, যা দলের মনোবল বাড়িয়েছে।
advertisement
3/5
আইপিএল শেষ হতেই শুরু হচ্ছে রাজ্য ভিত্তিক টি-টোয়েন্টি লিগগুলি। এই প্রতিযোগিতার মধ্যেই ছয় বছর পর ফিরেছে মুম্বই টি-টোয়েন্টি লিগ। এই লিগে বান্দ্রা ব্লাস্টার্সের হয়ে অধিনায়কের ভূমিকা নেওয়ার কথা ছিল অজিঙ্ক রাহানের। তিনি দলের আইকন প্লেয়ার হিসেবেও নির্বাচিত হয়েছিলেন।
advertisement
4/5
তবে হঠাৎ করেই অজ্ঞাত কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন রাহানে। ফলে তার পরিবর্তে দলের নেতৃত্বে আসছেন কিপার-ব্যাটার আকাশ আনন্দ। বান্দ্রা ব্লাস্টার্সের হেড কোচ এ তথ্য নিশ্চিত করেছেন সংবাদমাধ্যমে।
advertisement
5/5
তবে রাহানেকে আদৌ এই টুর্নামেন্টে দেখা যাবে কি না, সে বিষয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। দলের কোচ জানিয়েছেন, রাহানের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত বার্তা আসেনি। তাকে পাওয়ার জন্য চেষ্টা চলছে, তবে সম্ভাবনা নিয়ে ধোঁয়াশা রয়ে গিয়েছে।
বাংলা খবর/ছবি/খেলা/
Ajinkya Rahane: আইপিএলের পরই দল ছাড়লেন রাহানে! ঠিক হয়ে গিয়েছে নতুন অধিনায়ক
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল