সিএসকের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৭৯ রান করেছিল কেকেআর। ডিফেন্ড করতে নেমে একটা সময় চেন্নাইয়ের ৬০ রানে ৫ উইকেট ফেলে দিয়েছিল নাইটরা। সেখাা থেকে ডিওয়াল্ড ব্রেভিস ও শিবম দুবে সিএসকের হয়ে ম্যাচ উইনিং ইনিংস খেলেন। বিশেষ করে বৈভব অরোরা এক ওভারে ডিওয়াল্ড ব্রেভিস ৩০ রান করে। সেটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হয়ে যায়।
advertisement
ম্যাচ শেষে সেই কথাই শোনা গেল অজিঙ্কে রাহানে গলাতেও। রাহানেকে প্রশ্ন করা হয়, ওই ওভারই কি তাঁদের হারিয়ে দিল? জবাবে রাহানে বলেন, “একদমই। এই ফরম্যাটে অবশ্য এই ধরনের ঘটনা হতেই পারে। একটা ওভার সব বদলে দিতে পারে। ম্যাচ হারার ধাক্কা সামলানো কঠিন। আমার মনে হয় ১০-১৫ রান কম করেছি। এই উইকেটে ১৯০ থেকে ১৯৫ রান দরকার ছিল।”
আরও পড়ুনঃ KKR News: কোন অঙ্কে এখনও প্লেঅফে যেতে পারে কেকেআর? ‘এই’ সমীকরণ মিলে গেলেই কেল্লাফতে
প্রসঙ্গত, গ্রুপ পর্বে এখনও কেকেআরের দুটি ম্যাচ বাকি রয়েছে। আরসিবি ও সানরাইজার্সের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে নাইটরা। আপাতত এই দুটি ম্যাচ জেতাই লক্ষ্য বলে জানিয়েছেন কেকেআর অধিনায়ক। “প্লেঅফের অঙ্ক নিয়ে না ভেবে দুটি ম্যাচে জিতে পরে ওইসব ভাবা যাবে”- বলে মত অজিঙ্কে রাহানের।