KKR News: কোন অঙ্কে এখনও প্লেঅফে যেতে পারে কেকেআর? 'এই' সমীকরণ মিলে গেলেই কেল্লাফতে

Last Updated:
KKR Playoffs Scenario For IPL 2025: সিএসকের ম্যাচ হারের পর ১২ ম্যাচে ১১ পয়েন্ট কেকেআরের। শেষ দুটি ম্যাচ জিতলে সর্বোচ্চ ১৫ পয়েন্ট যেতে পারবে কলকাতা। তবে এখনই আশা ছাড়ার কোনও কারণ নেই। এখনও প্লেঅফে যেতে পারে কেকেআর।
1/7
সিএসকের বিরুদ্ধে ঘরের মাঠে ২ উইকেটে হারের ফলে প্লেঅফে ওঠা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। ১৬ পয়েন্টে আর পৌছতে পারবে না নাটরা।
সিএসকের বিরুদ্ধে ঘরের মাঠে ২ উইকেটে হারের ফলে প্লেঅফে ওঠা কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের। ১৬ পয়েন্টে আর পৌছতে পারবে না নাটরা।
advertisement
2/7
সিএসকের ম্যাচ হারের পর ১২ ম্যাচে ১১ পয়েন্ট কেকেআরের। শেষ দুটি ম্যাচ জিতলে সর্বোচ্চ ১৫ পয়েন্ট যেতে পারবে কলকাতা। তবে এখনই আশা ছাড়ার কোনও কারণ নেই। এখনও প্লেঅফে যেতে পারে কেকেআর।
সিএসকের ম্যাচ হারের পর ১২ ম্যাচে ১১ পয়েন্ট কেকেআরের। শেষ দুটি ম্যাচ জিতলে সর্বোচ্চ ১৫ পয়েন্ট যেতে পারবে কলকাতা। তবে এখনই আশা ছাড়ার কোনও কারণ নেই। এখনও প্লেঅফে যেতে পারে কেকেআর।
advertisement
3/7
রাস্তা খুবই কঠিন হলেও অঙ্কের বিচারে কেকেআরের প্লেঅফে যাওয়ার সুযোগ এখনও আছে। পয়েন্ট টেবিলে বর্তমানে গুজরাত টাইটান্স ও আরসিবি ১৬ পয়েন্টে রয়েছে। ফলে তারা কেকেআরের ধরা ছোঁয়ার বাইরে।
রাস্তা খুবই কঠিন হলেও অঙ্কের বিচারে কেকেআরের প্লেঅফে যাওয়ার সুযোগ এখনও আছে। পয়েন্ট টেবিলে বর্তমানে গুজরাত টাইটান্স ও আরসিবি ১৬ পয়েন্টে রয়েছে। ফলে তারা কেকেআরের ধরা ছোঁয়ার বাইরে।
advertisement
4/7
তৃতীয় স্থানে রয়েছে পঞ্জাব কিংস। তাদের পয়েন্ট ১৫। এখনও ৩ ম্যাচ বাকি শ্রেয়স আইয়ারদের। ফলে তাদের আটকানোও খুব কঠিন। কেকেআরের আশা রয়ছে শুধু মাত্র চতুর্থ স্থানের জন্য। তবে পুরোপুরি তাকিয়ে থাকতে হবে অন্য দলের প্রতি।
তৃতীয় স্থানে রয়েছে পঞ্জাব কিংস। তাদের পয়েন্ট ১৫। এখনও ৩ ম্যাচ বাকি শ্রেয়স আইয়ারদের। ফলে তাদের আটকানোও খুব কঠিন। কেকেআরের আশা রয়ছে শুধু মাত্র চতুর্থ স্থানের জন্য। তবে পুরোপুরি তাকিয়ে থাকতে হবে অন্য দলের প্রতি।
advertisement
5/7
বর্তমানে পাঁচ নম্বরে দিল্লি ক্যাপিটালস খেলেছে ১১ ম্যাচ। তাদের পয়েন্ট ১৩। চার নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচ খেলে হার্দিক পাণ্ড্যদের পয়েন্ট ১৪। এই দুই দলের ম্যাচের উপর নির্ভর করছে কেকেআরের ভাগ্য।
বর্তমানে পাঁচ নম্বরে দিল্লি ক্যাপিটালস খেলেছে ১১ ম্যাচ। তাদের পয়েন্ট ১৩। চার নম্বরে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ১২ ম্যাচ খেলে হার্দিক পাণ্ড্যদের পয়েন্ট ১৪। এই দুই দলের ম্যাচের উপর নির্ভর করছে কেকেআরের ভাগ্য।
advertisement
6/7
মুম্বইয়ের দুটি ম্যাচে বাকি পঞ্জাব ও দিল্লির বিরুদ্ধে। রোহিত-হার্দিকদের দুটিতেই হারতে হবে। তাহলে মুম্বই আটকে যাবে ১৪ পয়েন্ট। আর দিল্লির ৩টি ম্যাচ বাকি পঞ্জাব, গুজরাত ও মুম্বইয়ের বিরুদ্ধে।
মুম্বইয়ের দুটি ম্যাচে বাকি পঞ্জাব ও দিল্লির বিরুদ্ধে। রোহিত-হার্দিকদের দুটিতেই হারতে হবে। তাহলে মুম্বই আটকে যাবে ১৪ পয়েন্ট। আর দিল্লির ৩টি ম্যাচ বাকি পঞ্জাব, গুজরাত ও মুম্বইয়ের বিরুদ্ধে।
advertisement
7/7
মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লি জিতলে অক্ষর প্যাটেলদের পয়েন্ট হবে ১৫। বাকি দুটি ম্যাচ হারতে হবে। তখন কেকেআর যদি তাদের শেষ দুই ম্যাচ বড় ব্যবধানে জেতে তাহলে দিল্লির সঙ্গে সমান পয়েন্ট হবে ও নেটরানরেটের বিচারে প্লেঅফে যাবে।
মুম্বইয়ের বিরুদ্ধে দিল্লি জিতলে অক্ষর প্যাটেলদের পয়েন্ট হবে ১৫। বাকি দুটি ম্যাচ হারতে হবে। তখন কেকেআর যদি তাদের শেষ দুই ম্যাচ বড় ব্যবধানে জেতে তাহলে দিল্লির সঙ্গে সমান পয়েন্ট হবে ও নেটরানরেটের বিচারে প্লেঅফে যাবে।
advertisement
advertisement
advertisement