আঙুলে সেলাই পড়েছে রাহানের! কী হবে কেকেআর অধিনায়কের? নাইট তারকা যা জানালেন...
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Kolkata Knight Riders: দিল্লি ম্যাচে কেকেআর জিতলেও চিন্তা বাড়িয়েছে অধিনায়ক অজিঙ্কে রাহানের আঙুলে চোট। ম্যাচের ১১ তম ওভারে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান রাহানে। পরে ফিজিওর সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন তিনি।
advertisement
1/5

দিল্লি ম্যাচে কেকেআর জিতলেও চিন্তা বাড়িয়েছে অধিনায়ক অজিঙ্কে রাহানের আঙুলে চোট। ম্যাচের ১১ তম ওভারে ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান রাহানে। পরে ফিজিওর সঙ্গে কথা বলে মাঠ ছাড়েন তিনি।
advertisement
2/5
চোটের কারণে রাহানে মাঠ ছাড়ার পর অধিনায়কত্বের দায়িত্ব সামলান সুনীল নারিন। কেকেআর ১৪ রানে ম্যাচ জেতে শেষ পর্যন্ত। কিন্তু রাহানের চোটের পরিস্থিতি নিয়ে উদ্বেগে ছিল কেকেআর ফ্যানেরা।
advertisement
3/5
এবার কেকেআর তারকা অনুকুল রায় রাহানের চোট নিয়ে বড় আপডেট দিলেন। তিনি বলেন,"আঙুলে সেলাই রাহানের। তবে চোট দেখে খুব একটা গুরুতর মনে হচ্ছে না। এ ব্যাপারে ডাক্তাররা ঠিকঠাক বলতে পারবেন। তবে সামলে নেওয়া সম্ভব বলে মনে হচ্ছে।"
advertisement
4/5
ম্যাচের পর অজিঙ্কে রাহানে জানিয়েছেন, তার চোট খুব গুরুতর নয়। খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। তবে কেকেআরের তরফ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয় এখন সেটাই দেখার বিষয়।
advertisement
5/5
আগামী রবিবার ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচ কেকেআররে। দলের তরফ থেকে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত জানানো না হলেও অধিনায়ককে মাঠে দেখার অপেক্ষায় কেকেআর ফ্যানেরা।