TRENDING:

Captain Ajinkya Rahane On KKR: লাগাতার ব্যর্থতা দলের লজ্জা, ঠিক কোন কোন পচা শামুকে পা কাটছে চিনেছেন অজিঙ্ক রাহানে, এবার কী করবে নাইটরা

Last Updated:
Captain Ajinkya Rahane On KKR: এই প্লেয়ারদের লাগাতার ব্যর্থতা দলের লজ্জা, হাড়েহাড়ে মালুম পাচ্ছেন রাহানে, দেওয়ালে কি পিঠ ঠেকে গেল কেকেআরের
advertisement
1/9
লাগাতার ব্যর্থতা দলের লজ্জা,ঠিক কোন কোন পচা শামুকে পা কাটছে চিনেছেন অজিঙ্ক রাহানে, এবার কী
Captain Ajinkya Rahane On KKR: ইডেন গার্ডেন্সে গুজরাত টাইটান্স  অধিনায়ক শুভমান গিলের ৫৫ বলে ৯০ রান, বি সাই সুদর্শনের ৫২ এবং জস বাটলারের ৪১ রানের সুবাদে এদিন গুজরাত টাইটান্স ১৯৮/৩  রান তোলে, প্রসিদ্ধ কৃষ্ণা এবং রশিদের অবিশ্বাস্য বোলিং পারফরমেন্সে কেকেআর লক্ষ্য তাড়া করতে পারেনি এবং শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৯/৮ রানে থমকে যায়৷
advertisement
2/9
একটা ম্যাচে ফ্লপ শো হতেই পারে কিন্তু কেকেআর এর আগের ম্যাচের পঞ্জাব কিংসের বিরুদ্ধেও ৯৫রানে বান্ডিল হয়ে যায়৷ ৮ টি ম্যাচের পাঁচটিতে হেরে এই মুহূর্তে আইপিএল টেবলের সাত নম্বরে ঠাঁই হয়েছে নাইটদের৷
advertisement
3/9
এই অবস্থায় কোন পচা শামুকে পা কাটছে কেকেআরের তা এবার আর জেনে নিয়ে শুধু টিম ম্যানেজমেন্টের মধ্যে ফিসফাস করার দিন ফুরিয়েছে৷ এবার তাই প্রকাশ্যেই দলের ত্রুটির খতিয়ান নিয়ে রাখঢাক করলেন না কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে৷
advertisement
4/9
দলের হয়ে একমাত্র ধারাবাহিকভাবে রান করা ক্রিকেটার হলেন খোদ অধিনায়ক তাছাড়া সকলেই কোনও একদিন একদিন ভাল পারফর্ম করেছেন৷ নইলে তাঁদের সকলের ব্যাটেই ধারাবাহিক রান খরাই সার হয়েছে৷
advertisement
5/9
অজিঙ্ক জানিয়েছেন বোলিং বিভাগ নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই৷ কিন্তু ব্যাটিংয়ে ওপেনিং জুটি যেমন লাগাতার ফ্লপ শো তেমনিই ঠিক একইরকম নড়বড়ে মিডিল অর্ডার৷
advertisement
6/9
টপ অর্ডারে ওপেনিংয়ে সুনীল নারিন প্রথম সাতটি ম্যাচে কুইন্টন ডি ককের সঙ্গে পরে একটি ম্যাচে রহমানুল্লা গুরবাজের সঙ্গে দলকে প্রথম পাওয়ার প্লেতে ধামাকা শুরু দিতে ব্যর্থ৷
advertisement
7/9
এদিকে দলের মিডল অর্ডারে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং কেউই ব্যাট হাতে কোনও বড় রানের সন্ধান পাননি৷
advertisement
8/9
২৩.৭৫ কোটি টাকায় নিলাম টেবল থেকে যে ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর তুলেছে তাঁর ব্যর্থতা নিয়ে ফ্যানরা আর কথা বলাও ছেড়ে দিয়েছে৷
advertisement
9/9
সব মিলিয়ে এই মুহূর্তেই কেকেআর শিবির চাঙ্গা না হলে বড়সড় অসুবিধার মুখে পড়বে এবং প্লে অফের ওঠার রাস্তা সবরকমভাবে বন্ধ হয়ে যাবে৷ না পারফরম্যান্সের অঙ্কে না জটিল অঙ্কের হিসেবে কোনওভাবেই গতবারের চ্যাম্পিয়ন দলের আর কোনও আশাই থাকবে না৷
বাংলা খবর/ছবি/খেলা/
Captain Ajinkya Rahane On KKR: লাগাতার ব্যর্থতা দলের লজ্জা, ঠিক কোন কোন পচা শামুকে পা কাটছে চিনেছেন অজিঙ্ক রাহানে, এবার কী করবে নাইটরা
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল