Captain Ajinkya Rahane On KKR: লাগাতার ব্যর্থতা দলের লজ্জা, ঠিক কোন কোন পচা শামুকে পা কাটছে চিনেছেন অজিঙ্ক রাহানে, এবার কী করবে নাইটরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Captain Ajinkya Rahane On KKR: এই প্লেয়ারদের লাগাতার ব্যর্থতা দলের লজ্জা, হাড়েহাড়ে মালুম পাচ্ছেন রাহানে, দেওয়ালে কি পিঠ ঠেকে গেল কেকেআরের
advertisement
1/9

Captain Ajinkya Rahane On KKR: ইডেন গার্ডেন্সে গুজরাত টাইটান্স অধিনায়ক শুভমান গিলের ৫৫ বলে ৯০ রান, বি সাই সুদর্শনের ৫২ এবং জস বাটলারের ৪১ রানের সুবাদে এদিন গুজরাত টাইটান্স ১৯৮/৩ রান তোলে, প্রসিদ্ধ কৃষ্ণা এবং রশিদের অবিশ্বাস্য বোলিং পারফরমেন্সে কেকেআর লক্ষ্য তাড়া করতে পারেনি এবং শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫৯/৮ রানে থমকে যায়৷
advertisement
2/9
একটা ম্যাচে ফ্লপ শো হতেই পারে কিন্তু কেকেআর এর আগের ম্যাচের পঞ্জাব কিংসের বিরুদ্ধেও ৯৫রানে বান্ডিল হয়ে যায়৷ ৮ টি ম্যাচের পাঁচটিতে হেরে এই মুহূর্তে আইপিএল টেবলের সাত নম্বরে ঠাঁই হয়েছে নাইটদের৷
advertisement
3/9
এই অবস্থায় কোন পচা শামুকে পা কাটছে কেকেআরের তা এবার আর জেনে নিয়ে শুধু টিম ম্যানেজমেন্টের মধ্যে ফিসফাস করার দিন ফুরিয়েছে৷ এবার তাই প্রকাশ্যেই দলের ত্রুটির খতিয়ান নিয়ে রাখঢাক করলেন না কেকেআর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানে৷
advertisement
4/9
দলের হয়ে একমাত্র ধারাবাহিকভাবে রান করা ক্রিকেটার হলেন খোদ অধিনায়ক তাছাড়া সকলেই কোনও একদিন একদিন ভাল পারফর্ম করেছেন৷ নইলে তাঁদের সকলের ব্যাটেই ধারাবাহিক রান খরাই সার হয়েছে৷
advertisement
5/9
অজিঙ্ক জানিয়েছেন বোলিং বিভাগ নিয়ে তাঁর কোনও আক্ষেপ নেই৷ কিন্তু ব্যাটিংয়ে ওপেনিং জুটি যেমন লাগাতার ফ্লপ শো তেমনিই ঠিক একইরকম নড়বড়ে মিডিল অর্ডার৷
advertisement
6/9
টপ অর্ডারে ওপেনিংয়ে সুনীল নারিন প্রথম সাতটি ম্যাচে কুইন্টন ডি ককের সঙ্গে পরে একটি ম্যাচে রহমানুল্লা গুরবাজের সঙ্গে দলকে প্রথম পাওয়ার প্লেতে ধামাকা শুরু দিতে ব্যর্থ৷
advertisement
7/9
এদিকে দলের মিডল অর্ডারে রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং কেউই ব্যাট হাতে কোনও বড় রানের সন্ধান পাননি৷
advertisement
8/9
২৩.৭৫ কোটি টাকায় নিলাম টেবল থেকে যে ভেঙ্কটেশ আইয়ারকে কেকেআর তুলেছে তাঁর ব্যর্থতা নিয়ে ফ্যানরা আর কথা বলাও ছেড়ে দিয়েছে৷
advertisement
9/9
সব মিলিয়ে এই মুহূর্তেই কেকেআর শিবির চাঙ্গা না হলে বড়সড় অসুবিধার মুখে পড়বে এবং প্লে অফের ওঠার রাস্তা সবরকমভাবে বন্ধ হয়ে যাবে৷ না পারফরম্যান্সের অঙ্কে না জটিল অঙ্কের হিসেবে কোনওভাবেই গতবারের চ্যাম্পিয়ন দলের আর কোনও আশাই থাকবে না৷