কেকেআর ক্যাপ্টেন এত রোম্যান্টিক! রাহানের প্রেম, বিয়ের গল্প অবাক করে দেবে
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
ছোটবেলা থেকেই চুটিয়ে প্রেম করেছেন রাহানে। প্রথম প্রেমকেই জীবনসঙ্গী করেছেন। অজিঙ্ক রাহানে এবং রাধিকা ধোপাবকরের জুটি সম্পর্কে অনেকে জানেন না।
advertisement
1/6

প্রবল চাপে রয়েছেন এখন তিনি। কেকেআরের আর গ্রুপ পর্বে বাকি মাত্র ৬টি ম্যাচ। তার মধ্যে অন্তত ৫টি জিততে হবে। না হলে প্লে-অফে ওঠা চাপ হয়ে যাবে নাইটদের। কেকেআর ক্যাপ্টেন রাহানে তাই প্রবল চাপে।
advertisement
2/6
গত মরশুমে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে তৃতীয় আইপিএল ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স। এবার নতুন অধিনায়ক অজিঙ্কে রাহানে। তবে এবার তাঁর নেতৃত্বে কেকেআর ধুঁকছে। তবে রাহানের পারফরম্যান্স কিন্তু ভাল। একের পর এক ম্যাচে তিনি ভাল পারফর্ম করছেন।
advertisement
3/6
অনেকেই রাহানেকে দেখে ভাবেন, তিনি বোধ হয় সিরিয়াস টাইপ মানুষ। রাহানে হয়তো ততটা রোম্যান্টিক নন। তবে সেটা ভুল ধারণা। রাহানে কিন্তু যথেষ্ট রোম্যান্টিক।
advertisement
4/6
ছোটবেলা থেকেই চুটিয়ে প্রেম করেছেন রাহানে। প্রথম প্রেমকেই জীবনসঙ্গী করেছেন। অজিঙ্ক রাহানে এবং রাধিকা ধোপাবকরের জুটি সম্পর্কে অনেকে জানেন না। ছেলেবেলায় তাঁরা একে অপরের প্রতিবেশী ছিলেন। আগে রাধিকার পরিবার থাকত পুনেতে। তার পর তাঁরা মুম্বইতে চলে আসেন। আর তখন থেকেই তাঁরা রাহানের প্রতিবেশী।
advertisement
5/6
বন্ধুত্ব থেকে প্রেম, তার পর বিয়ে। চুটিয়ে প্রেম করেছিলেন তাঁরা। এর পর ২০১৪ সালে রাহানে-রাধিকা বিয়ে করেন।
advertisement
6/6
রাহানে এক সাক্ষাৎকারে বলেছিলেন, বিয়ের পোশাক কেনার সময় পাননি তিনি। তাই বিয়ের দিন শার্ট প্যান্ট পরে হাজির হন। রাধিকা এবং তাঁর পরিবারের সকলে অবাক হয়ে যান। রাধিকা রেগে অগ্নিশর্মা হয়েছিলেন সেদিন। পরে রাহানে নিজের ভুল বুঝতে পারেন। রাহানে ও রাধিকা এখন ২ সন্তানের মা-বাবা। ২০১৯ সালে তাঁদের প্রথম কন্যাসন্তান আর্যার জন্ম। ২০২২ সালে তাঁদের ছেলে রাঘবের জন্ম।