অজিঙ্কা রাহানে জানিয়েছেন যে, তিনি এখনও টেস্ট ক্রিকেট খেলার ইচ্ছা ও আগ্রহ রাখেন। তিনি শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন প্রায় দুই বছর আগে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অফ স্পেনে। সেই সিরিজে দুই ম্যাচে মিলিয়ে তিনি মাত্র ১১ রান করেছিলেন এবং এরপর তাঁকে দল থেকে বাদ দেওয়া হয়।
রাহানে তাদের মধ্যে একজন, যিনি ইংল্যান্ড সফরে ২০১৪ সালে লর্ডসে টেস্ট সেঞ্চুরি করেছিলেন। শনিবার কেএল রাহুলের দুরন্ত সেঞ্চুরি লর্ডসে বসে উপভোগ করেছেন। আইপিএলের সময়ও রাহানে বলেছিলেন যে, তিনি এখনও ভারতের হয়ে খেলার ইচ্ছা রাখেন এবং বর্তমানে তিনি শুধু নিজের নিয়ন্ত্রণযোগ্য জিনিসগুলোর দিকেই মনোযোগ দিচ্ছেন এবং ক্রিকেট উপভোগ করছেন।
advertisement
রাহানে স্কাই স্পোর্টসকে বলেন, “প্রথমত, এখানে আসতে পেরে ভালো লাগছে। আমি এখনও টেস্ট ক্রিকেট খেলতে চাই। আমি টেস্ট ক্রিকেটের প্রতি ভীষণভাবে অনুরাগী। এই মুহূর্তে আমি আমার ক্রিকেট উপভোগ করছি। এখানে কয়েক দিনের জন্য এসেছি, সঙ্গে আমার ট্রেনার্স, ট্রেনিং পোশাক নিয়ে এসেছি যাতে নিজেকে ফিট রাখতে পারি।” তিনি আরও বলেন,“আমাদের দেশের ঘরোয়া মরশুম শুরু হতে চলেছে, প্রস্তুতিও শুরু হয়ে গেছে।”
২০২৪-২৫ মরশুমে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত ফর্ম অব্যাহত রেখে রাহানে হরিয়ানার বিপক্ষে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ম্যাচজয়ী ১০৮ রান করেন এবং তার দলকে সেমিফাইনালে পৌঁছে দিয়েছিলেন। তবে ৩৬ বছর বয়সী রাহানে জাতীয় দলে ফেরার বিষয়ে প্রশ্ন এড়িয়ে যান এবং বলেন, নির্বাচন নির্বাচকদের বিষয়।
আরও পড়ুনঃ Vaibhav Suryavanshi: এক দিনেই ৪৫০ রান, বৈভব সূর্যবংশীরা ঘটাল বড় কান্ড!
রাহানে মনে করিয়ে দেন যে তিনি ২০২৩ সালের জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভালো ব্যাটিং করেছিলেন। প্রথম ইনিংসে ৮৯ এবং দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেন, যা ভারতের সর্বোচ্চ ছিল।রাহানে বলেন, “আমি ভবিষ্যৎ নিয়ে একদম ভাবছি না। তবে আমি জানি যে আমি ভালো ব্যাটিং করছি। সৈয়দ মুশতাক আলি ট্রফিতেও ভালো পারফর্ম করেছি। এই রঞ্জি ট্রফি মরশুমটাও ভালোই গেছে।”
তিনি আরও বলেন,“বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও ভালো ব্যাটিং করেছিলাম। এরপরও আমাকে বাদ দেওয়া হয়েছে। দলে থাকা না থাকা নির্বাচকদের বিষয়। তবে আমি মনে করি, ওই ফাইনালে আমি ভালো খেলেছিলাম।”