প্রথমে তিনি বলেন, পিচ থেকে স্পিনাররা কোনওরকম সাহায্য পায়নি। এদিনের ম্যাচে স্পিনারদের বল ঘোরেনি। পরবর্তীতে পিচ সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে অধিনায়ক বলেন, আপনারা যা খুশি লিখতে পারেন পিচ সম্পর্কে। আমার যাবতীয় যা বলার আছে তা আইপিএল কর্তৃপক্ষকে জানাব। তবে একটা কথা বলি, ইডেনের পিচ কিউরেটর ইতিমধ্যেই অনেক বেশি প্রচার পেয়েছেন। উনি বোধহয় প্রচার পেতে পছন্দ করেন। তবে একটা কথা বলি, আমি যদি এর থেকে বেশি কিছু বলি তাহলে বিতর্ক তৈরি হবে।
advertisement
ঋষভ পন্থদের বিরুদ্ধে চার রানে হারের পর এভাবেই পিচ বিতর্কে আগুনে ঘি ঢাললেন রাহানে। ইডেনের পিচ কিউরেটরকে সরাসরি আক্রমণের ঘটনা কেকেআরের পক্ষ থেকে সাম্প্রতিক অতীতে হয়নি। অন্যদিকে, রাহানের এই অভিযোগ ওঠার পরেই পিচ কিউরেটর সুজন মুখার্জির সঙ্গে কথা বলে নিউজ এইট্টিন বাংলার প্রতিনিধি।
আরও পড়ুন- সব থেকে বড় টিফো দেখল ইডেন! KKR ম্যাচে বড় চমক, মাঠে হাজির ‘মোহনবাগান’
ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জী বলেন, রাহানের বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি কিছু বলবো না। তবে একটা কথা বলতে পারি, ম্যাচ কেমন হয়েছে দর্শকরা দেখেছেন। দর্শকরাই বিচার করুক। অন্যদিকে, ইডেনের উইকেট প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, এর থেকে ভাল উপভোগ্য ম্যাচ হতে পারে না। ম্যাচ ভালই হয়েছে।
উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পরাজয়ের পরে রাহানে বলেছিলেন, পিচে বল আরেকটু স্পিন করলে ভাল হত। এর পর প্রচুর জল গড়িয়েছে। এক ধারাভাষ্যকার এবং প্রাক্তন বিদেশি ক্রিকেটার ঘরের মাঠের সুবিধা হোম টিমের পাওয়া উচিত বলে মন্তব্য করেন। এমনকী ঘরের মাঠে সুবিধা না পাওয়া গেলে কেকেআর এর হোম পরিবর্তন করার উচিত বলে সওয়াল করেন।
আরও পড়ুন- ২০ বছরের সংসার ভাঙছে! প্রেম, বিয়ে, সব অতীত! বিশ্বজয়ী বক্সার মেরি কমের জীবনে নতুন সঙ্গী!
এর পর নাইট হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত বলেন, ঘরের মাঠের সুবিধা কোন দল না চায়! সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের পরে অজিঙ্ক রাহানে বলেছিলেন, একই ধরনের উইকেট তারা বাকি ম্যাচগুলোতেও চাইছেন। লক্ষনউ ম্যাচে পিচ বদল। তাতে নাইটরা ফের ধরাশায়ী। কড়া সমালোচনা পিচ কিউরেটরের। ব্যস বিতর্কে ফের ইডেনের বাইশ গজ এবং কিউরেটর।
টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত কতটা সঠিক তা নিয়ে প্রশ্ন রয়েছে। রাহানে বলছেন, “এটা সত্যিই কঠিন ম্যাচ ছিল। আমরা লড়াই করেছি। শেষ পর্যন্ত চার রানে পরাজয়। যখন আপনি ২৩০ রানের বেশি রান তাড়া করতে নামছেন তখন স্বাভাবিকভাবে উইকেট পড়বেই। কীভাবে ব্যাটাররা খেলেছেন তা দেখা উচিত। এই উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভাল।”