২০ বছরের সংসার ভাঙছে! প্রেম, বিয়ে, সিনেমা, সব অতীত! বিশ্বজয়ী বক্সার মেরি কমের জীবনে নতুন সঙ্গী!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
অলিম্পিক পদকজয়ী বক্সার মেরি কম এবং তাঁর স্বামী করুং ওঙ্খোলার (Onler নামে যিনি পরিচিত) ২০ বছরের সংসার ভাঙছে বলে জল্পনা ছড়িয়েছে।
নয়াদিল্লি: তাঁদের প্রেম, বিয়ে, জীবন সংগ্রাম ফুটে উঠেছিল সিনেমার পর্দা.। সেই সিনেমা অনুপ্রেরণা জুগিয়েছিল বহু মানুষকে। তবে সেসব এখন অতীত। মেরি কম এবং তাঁর স্বামী করুং ওঙ্খোলার (Onler নামে যিনি পরিচিত) ২০ বছরের সংসার ভাঙছে।
অলিম্পিক পদকজয়ী ও বক্সিং আইকন মেরি কমের ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে। তিনি স্বামীর সঙ্গে আর থাকছেন না বলে খবর। বিবাহ বিচ্ছেদের আইনি পদক্ষেপ এখনও নেওয়া হয়নি বলেই খবর। তবে তাঁরা যে আলাদা থাকতে শুরু করেছেন, সে খবর পাকা।
ম
advertisement
আরও পড়ুন- আরও এক ইতিহাস গড়লেন বিরাট কোহলি, যা কোনও ভারতীয় ক্রিকেটারের নেই
পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত বক্সার ২০১৬ সালে সংসদ নির্বাচিত হন। এদিকে, শোনা যাচ্ছে, মেরির জীবনে নতুন সঙ্গীর আগমন হয়েছে। মেরি তাঁকে ব্যবসায়িক অংশীদার হিসেবে দেখানোর ফলে এই গুঞ্জন আরও জোরদার হয়েছে। উল্লেখ্য, ২০০৫ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মেরি। ২০০৭ সালে যমজ পুত্র সন্তানের জন্ম হয়, ২০১৩ সালে আরেকটি পুত্র সন্তানের জন্ম হয়। ২০১৮ সালে তাঁরা এক কন্যা সন্তানকে দত্তক নেন। ফুটবলার ওঙ্খোলা কেরিয়ার জলাঞ্জলি দিয়ে সন্তানদের লালন-পালন করতে এবং বাড়ির যত্ন নিতে শুরু করেন। এদিকে, ৬টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ এবং একটি অলিম্পিক ব্রোঞ্জ পদক রয়েছে মেরির ঝুলিতে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
April 08, 2025 12:39 PM IST