TRENDING:

Eden Gardens Pitch and Ajinkya Rahane: রাত পোহালেই ইডেনে এক নম্বর দলের টক্করে নামবে কেকেআর, মনোমত পিচ কি পেলেন রাহানে এন্ড কোং

Last Updated:
Eden Gardens Pitch and Ajinkya Rahane: কলকাতার পিচ কি এবার মনপসন্দ কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানের, নাকি এবারও তাঁর ভারী গোঁসা...
advertisement
1/6
রাত পোহালেই ইডেনে 1 নম্বর দলের টক্করে নামবে KKR, মনোমত পিচ কি পেলেন রাহানে এন্ড কোং
ইডেন গার্ডেন্সের পিচ নিয়ে এই আইপিএল মরশুমের শুরু থেকেই অনেক উতপ্ত বাক্য বিনিময় চলছে৷ তারপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে৷ ফের কলকাতায় একটা হোমম্যাচ খেলবে কেকেআর৷  কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাত টাইটান্সের মধ্যে আইপিএল ২০২৫-র ৩৯তম ম্যাচটি ইডেন গার্ডেন্সে খেলা হবে সোমবার।
advertisement
2/6
শেষ ম্যাচটিও কেকেআর খেলেছিল এবং খারাপভাবে হেরে এদিন খেলবে কেকেআর৷ কেকেআর জয়ের জন্য ১১২ রানের লক্ষ্য পেয়েছিল, কিন্তু নাইটরা মাত্র ৯৫ রানে অলআউট হয়ে যায়। অন্যদিকে এদিন গুজরাত তাদের শেষ ম্যাচ জিতে খেলতে আসছে।
advertisement
3/6
জিটি ১০ পয়েন্ট নিয়ে এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে। অন্যদিকে রবিবার মুম্বই ইন্ডিয়ান্স সিএসকে হারায় এবং পরপর তিনটি ম্যাচে জিতে ষষ্ঠ স্থানে উঠে এসেছে৷ এরই ফলে কেকেআর সপ্তম স্থানে নেমে এসেছে৷  ইডেনে কেকেআর বনাম জিটি ম্যাচটি ঘিরে আগ্রহ রয়েছে কেকেআর ফ্যানজের মধ্যে। তবে এই ম্যাচে কি অজিঙ্ক রাহানে কি পছন্দমতো পিচ পেলেন এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন৷ কলকাতার ইডেন গার্ডেনের পিচ রিপোর্ট জেনে নেওয়া যাক৷
advertisement
4/6
কেকেআর বনাম জিটি ম্যাচের জন্য ইডেন গার্ডেন্সের পিচ রিপোর্টকলকাতার ইডেন গার্ডেন্সের পিচ ব্যাটসম্যানদের জন্য অনুকূল বলে মনে করা হচ্ছে। এখানকার পিচ ফ্ল্যাট এবং এই পিচে প্রচুর বাউন্স রয়েছে। যা ব্যাটসম্যানদের বড় শট খেলতে সাহায্য করবে।
advertisement
5/6
তবে, এই মাঠে অনেক হাই স্কোরিং ম্যাচ দেখা গেছে। এই পিচে ফাস্ট বোলারদের জন্য কোনও সাহায্যই মিলবে না৷  কিন্তু খেলা যত এগোবে, স্পিনাররা ব্যাটসম্যানদের উপর ততটাই প্রভাব বিস্তার করতে পারবে।
advertisement
6/6
ইডেন গার্ডেন্সে আইপিএল রেকর্ডইডেন গার্ডেনে এখন পর্যন্ত মোট ৯৬টি আইপিএল ম্যাচ খেলা হয়েছে।  প্রথমে ব্যাট করা দল ৪০ বার জিতেছে। অন্যদিকে রান তাড়া করা দল ৫৬ বার জিতেছে। এমন পরিস্থিতিতে, যে অধিনায়ক টস জিতবেন তিনি রান চেজ করার অপশনই বেশি পছন্দ করবেন৷ Photo Courtesy-BCCI
বাংলা খবর/ছবি/খেলা/
Eden Gardens Pitch and Ajinkya Rahane: রাত পোহালেই ইডেনে এক নম্বর দলের টক্করে নামবে কেকেআর, মনোমত পিচ কি পেলেন রাহানে এন্ড কোং
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল