KKR vs CSK: কেকেআরের অন্দরে অশান্তি! রাহানে ও ভেঙ্কটেশের মতের অমিল! বলে দিলেন বড় কথা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR vs CSK IPL 2025: সিএসকের বিরুদ্ধে নামার আগে কেকেআরের সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ারের কথায় শুরু হয়েছে নতুন জল্পনা। ভেঙ্কির মন্তব্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কেকেআরের অন্দরে কি অধিনায়ক ও সহ অধিনায়কের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
advertisement
1/6

শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অ্য়াওয়ে ম্যাচে খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। লখনউয়ের বিরুদ্ধে জয়ের কাছে গিয়েও তা হাতছাড় হয়েছে। চিপকে সিএসকের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া কেকেআর।
advertisement
2/6
কিন্তু সিএসকের বিরুদ্ধে নামার আগে কেকেআরের সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ারের কথায় শুরু হয়েছে নতুন জল্পনা। ভেঙ্কির মন্তব্যে প্রশ্ন উঠতে শুরু করেছে কেকেআরের অন্দরে কি অধিনায়ক ও সহ অধিনায়কের মধ্যে দ্বন্দ্ব রয়েছে।
advertisement
3/6
ইডেনের পিচ নিয়ে প্রখম ম্যাচের পর থেকেই অসন্তুষ্ট ছিলেন কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানে। স্পিন সহায়ক উইকেটের দাবিও জানিয়েছিলেন। লখনউ ম্যাচের পর নাম না করে তোপ দেগেছেন ইডেনের পিচ কিউরেটরের উপর। আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে অভিযোগ জানানোর কথাও বলেন।
advertisement
4/6
কিন্তু এবার অন্য সুর শোনা গেল কেকেআরের সহ অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ারের গলায়। হায়দ্রাবাদ ম্যাচ জিতে পিচের প্রশংসা করেছিলেন ভেঙ্কি। সিএসকের ম্যাচের আগে বললেন, চ্যাম্পিয়ন হতে গেলে সব পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে।
advertisement
5/6
ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে আইয়ার বলেছেন,"কোনও দলকে চ্যাম্পিয়ন হতে গেলে সব রকম পরিবেশে ভাল খেলতে হবে। সব রকম পরিবেশের জন্য সেরা একাদশ থাকতে হবে। নইলে হবে না।" পেশাদার ক্রিকেটার হলে সব সময় সব কিছুর জন্য নিজেকে তৈরি রাখা উচিত বলেও জানিয়েছেন ভেঙ্কটেশ আইয়ার।
advertisement
6/6
প্রসঙ্গত, ২৩ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে নিলামে ভেঙ্কটেশ আইয়ারকে কেনার পর শোনা গিয়েছিল তিনি অধিনায়ক হতে পারেন। কিন্তু পরে রাহানের অভিজ্ঞতার উপর আস্থা রাখে নাইট ম্যানেজমেন্ট। সেই সিদ্দান্ত কি আইয়ার মেনে নিতে পারেননি? উঠতে শুরু করেছে প্রশ্ন।